সালমান শাহ বেঁচে থাকলে বলিউডকে টেক্কা দিত ঢালিউড: অহনা রহমান
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বাংলাদেশের প্রয়াত সুপারস্টার সালমান শাহ বেঁচে থাকলে ঢালিউড আজ বলিউডের সমান জায়গায় দাঁড়াত— এমন মন্তব্য করেছেন অভিনেত্রী অহনা রহমান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সালমান শাহ যদি থাকতেন, তাহলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলিউডের চেয়েও এগিয়ে যেত। একটা ছবি আছে— শাহরুখ খান, গৌরী খান, সালমান শাহ আর তার স্ত্রীকে নিয়ে। ছবিটা দেখলেই বোঝা যায়, সালমান শাহ কী ছিলেন সে সময়।”
অহনার ভাষায়, “তার স্টাইল, পোশাক, অভিব্যক্তি— এখনো অনেকে নকল করেন। কিন্তু তার মতো নায়ক হওয়া এত সহজ নয়।”
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী আরও বলেন, “সালমান শাহ বেঁচে থাকলে বলিউড ও ঢালিউডের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হতো। ভাবুন তো, সালমান শাহ আর শাহরুখ খান একসঙ্গে সিনেমা করলে কেমন হতো? হয়তো আমাদের শিল্পীরা বলিউডে কাজ করতেন, আবার বলিউড তারকারাও আসতেন ঢালিউডে।”
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত নায়কদের একজন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, ঢাকার ইস্কাটনের বাসায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর একাধিক সংস্থা তদন্ত চালালেও রহস্য পুরোপুরি উদঘাটিত হয়নি। সর্বশেষ আদালতের নির্দেশে তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।