কালচারাল ইয়ার্ড ডেস্ক:
নদীমাতৃক বাংলাদেশের চরের প্রান্তিক মানুষের জীবন ও মানবিকতা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘নয়া মানুষ’ এবার উড়াল দিচ্ছে আন্তর্জাতিক পর্দায়। ভারতের কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালের পঞ্চম আসরে মঙ্গলবার প্রদর্শিত হবে এই সিনেমাটি—বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে।
আ মা ম হাসানুজ্জমানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে, মাসুম রেজা’র চিত্রনাট্য ও সংলাপে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান, এবং শিশু শিল্পী ঊষশী।
চলচ্চিত্রটি চিত্রায়িত হয়েছে চাঁদপুরের দুর্গম কানুদীর চরে, যেখানে নদী, কাদা আর জীবনের টানাপোড়েন মিশে গেছে এক সেলুলয়েড বাস্তবতায়। চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস।
সঙ্গীতে আছেন দেশের নামকরা কণ্ঠশিল্পীরা—বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রয়।
উৎসবে অংশগ্রহণ নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন,
“প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘নয়া মানুষ’ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে, এটা আমার জন্য বিশাল আনন্দের। কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে এটি প্রদর্শিত হচ্ছে—এটাই আমাদের গর্ব। আমি বিশ্বাস করি, ছবিটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেবে।”
‘নয়া মানুষ’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে।
এবার সেই ‘নয়া মানুষ’ সীমান্ত পেরিয়ে বিশ্ব পর্দায় বলবে বাংলাদেশের মানুষের গল্প—নদীর স্রোতের মতো অবিরাম, অথচ গভীর মানবিকতায় ভরা।