কালচারাল ইয়ার্ড ডেস্ক:
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রহস্যের পর্দা সরালেন নির্মাতা রায়হান রাফী। তাঁর নতুন সিনেমা ‘আন্ধার’-এর অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়েছে—চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ও সিয়াম আহমেদ থাকছেন কেন্দ্রীয় চরিত্রে।
‘ক্রিপটিক ফেইট’ ব্যান্ডের ভোকালিস্ট শাকিব চৌধুরীর সঞ্চালনায় ‘গিক মিথ’ নামের একটি শো-তে এই ঘোষণা দেন রাফী। জানান, ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে।
এবারই প্রথম নিজের পরিচিত ছক ভেঙে অন্যের গল্পে সিনেমা নির্মাণ করেছেন এই জনপ্রিয় পরিচালক। নিজের অনুভূতি জানাতে গিয়ে রাফী বলেন, “এতদিন পর্যন্ত আমার সিনেমাগুলোর গল্প আমি নিজেই লিখেছি। ভেবেছিলাম আমি শুধু নিজের গল্পেই কাজ করব। কিন্তু ‘আন্ধার’-এর চিত্রনাট্য পড়ে আমি মুগ্ধ হয়েছি। মনে হয়েছে—এই গল্পটা আমি না বানালে আফসোস থাকবে। দুই বছর ধরে সেই স্বপ্ন লালন করেছি, আর আজ সেটি বাস্তব।”
সিনেমাটিতে সিয়াম আহমেদ অভিনয় করছেন ‘গোয়েন্দা দেলোয়ার’, চঞ্চল চৌধুরী হচ্ছেন ‘শমসের’, আর নাজিফা তুষি থাকছেন ‘নাদিয়া’ চরিত্রে।
চঞ্চল ও তুষি একসঙ্গে সর্বশেষ দেখা গিয়েছিল মেজবাউর রহমান সুমনের আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’-তে। এবার রাফীর ‘আন্ধার’-এ তারা আবারও মুখোমুখি হতে যাচ্ছেন নতুন চরিত্রে, নতুন আবহে।
এছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত, স্বর্ণালী চৈতি ও তানজিকা আমিন।
চলচ্চিত্রপ্রেমীরা ইতোমধ্যে ধারণা করছেন, ‘আন্ধার’ হতে যাচ্ছে রাফীর ক্যারিয়ারের নতুন অধ্যায়—যেখানে আলোর ভেতর লুকিয়ে থাকবে এক গভীর অন্ধকার গল্পের প্রতিশ্রুতি।