কালচারাল ইয়ার্ড ডেস্ক:
একত্রিশ বছরে পদার্পণ করল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কেআইএফএফ)। ৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন কিংবদন্তি পরিচালক রমেশ সিপ্পি, অভিনেতা শত্রুঘ্ন সিনহা ও সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
উদ্বোধনী বক্তব্যে মমতা ব্যানার্জি বলেন, “কলকাতা চলচ্চিত্র উৎসব কেবল সিনেমার উৎসব নয়, এটি মানবিকতা, শান্তি, বন্ধুত্ব, শিক্ষা ও সংস্কৃতির এক বিশ্বমঞ্চ। সিনেমার কোনো সীমানা নেই—বিশ্ব একটাই, আমরাও এক।”
এবারের উৎসব চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, ৩৯টি দেশের ২১৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে—যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, জাপান, ইরান, মিশর ও সৌদি আরবের সিনেমা।
তবে গতবারের মতো এবারও অংশ নেয়নি বাংলাদেশি কোনো চলচ্চিত্র। সংশ্লিষ্টরা বলছেন, ভিসা জটিলতা ও রাজনৈতিক কারণে বাংলাদেশের উপস্থিতি ব্যাহত হয়েছে। জানা গেছে, আন্তর্জাতিক বিভাগে তানভীর চৌধুরীর ‘কাফ্ফারা’ জমা পড়েছিল, কিন্তু উৎসব কমিটির শর্ত পূরণ না করায় সেটি বাদ দেওয়া হয়।
উদ্বোধনী আসরে উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারম্যান গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, সোহম, পাওলি দাম, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিকসহ টলিউডের তারকারা।
এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, শোভন দেব চট্টোপাধ্যায়সহ বিভিন্ন দেশের জুরি সদস্যরাও উপস্থিত ছিলেন।