কালচারাল ইয়ার্ড ডেস্ক:
প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতে ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। সংগঠনটি সরকারের প্রতি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে শিল্পী, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীরা একত্র হয়ে গান ও বক্তব্যের মাধ্যমে সরকারের প্রতি আবেদন জানান— প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষাকে বাদ না দেওয়ার জন্য।
ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলীর সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, বুলবুল ইসলাম, শারমিন সাথী ইসলাম, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরীসহ বিশিষ্ট সংস্কৃতিকর্মীরা অংশ নেন।
ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা বলেন, “শিশুর সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে সংগীত ও শরীরচর্চা অত্যন্ত জরুরি। উদার ও সৃজনশীল সমাজ গঠনের জন্য এই দুটি বিষয়ের বিকল্প নেই। প্রাথমিক শিক্ষায় এগুলো বাদ দেওয়া মানে শিশুর পূর্ণাঙ্গ বিকাশকে বাধাগ্রস্ত করা।”
সরকারি সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ পরিবর্তন এনে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ দুটি বাতিল করেছে। জানা যায়, কিছু ধর্মভিত্তিক সংগঠনের আপত্তির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ছায়ানটের মতে, এই সিদ্ধান্ত শুধু শিক্ষকের কর্মসংস্থান কমাবে না, শিশুদের মৌলিক শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশকেও মারাত্মকভাবে প্রভাবিত করবে। প্রতিষ্ঠানটি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে— শিশুকেন্দ্রিক ও মানবিক শিক্ষানীতির ধারাবাহিকতা বজায় রাখতে।
ছায়ানটের এই উদ্যোগকে অনেকেই দেশের শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীলতার পক্ষে এক শক্তিশালী প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছেন।