বাংলাদেশের জাদুশিল্প এখন বিশ্ব মঞ্চে নতুনভাবে আলো ছড়াতে প্রস্তুত। দেশের জনপ্রিয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাদুশিল্পী প্রিন্স হারুন অংশ নিচ্ছেন থাইল্যান্ডে আয়োজিত মর্যাদাপূর্ণ JAS Wonder Magic Competition 2025-এর “আন্তর্জাতিক এশিয়ান গালা শো”-তে।
The International Academy of Magic ও Bangkok Magic Theatre–এর আমন্ত্রণে প্রিন্স হারুন আগামী ১৫ নভেম্বর ২০২৫ তারিখে উপস্থাপন করবেন তার বিশ্ববিখ্যাত ম্যাজিক পরিবেশনা “The Table of The Prince”।
তিন দিনব্যাপী (১৪–১৬ নভেম্বর) এই আন্তর্জাতিক জাদু উৎসবটি অনুষ্ঠিত হবে ব্যাংককের মনোরম ভেন্যু “JAS Green Village Kubon”-এ। এতে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় জাদুশিল্পীরা, যেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন প্রিন্স হারুন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রিন্স হারুন বলেন,
“বিশ্বসেরা ম্যাজিশিয়ানদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করা এক অসাধারণ অভিজ্ঞতা। আমি চাই, বাংলাদেশের ম্যাজিককে বিশ্বজুড়ে গর্বের সঙ্গে উপস্থাপন করতে।”
বাংলাদেশি ম্যাজিক শিল্পের এই আন্তর্জাতিক অর্জন নিঃসন্দেহে দেশের শিল্প-সংস্কৃতির জন্য এক গর্বের মুহূর্ত। থাইল্যান্ডের মঞ্চে ‘বাংলাদেশের প্রিন্স’ এবারও জাদুর ছোঁয়ায় বিশ্বকে মুগ্ধ করতে প্রস্তুত।