কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা কাজী মাহাদী মুনতাসির যোগ দিচ্ছেন ইরানের ৪৩তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এ আয়োজনে তিনি অংশ নেবেন ‘ট্যালেন্ট ক্যাম্পাস’–এর মেন্টর হিসেবে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের উদীয়মান চলচ্চিত্র শিক্ষার্থীদের জন্য কর্মশালা পরিচালনা করবেন তিনি।
উৎসব কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মুনতাসিরের কর্মশালার বিষয়—‘বাংলা চলচ্চিত্রে কাব্যিক ভাবনা ও তার নান্দনিক প্রকাশ’। তরুণ নির্মাতারা শিখবেন বাংলা সিনেমার কাব্যময় ভাষা, শৈলী ও নির্মাণদর্শনের নানা মাত্রা।
ইরানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক নগরী সিরাজে অনুষ্ঠিত এ উৎসব শুরু হয়েছে বুধবার; চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত।
মুনতাসির জানান, এই বিভাগে নির্বাচিত হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য গর্বের। তিনি বলেন, ট্যালেন্ট ক্যাম্পাসের মেন্টর ক্যাটাগরিতে তিনিই একমাত্র বাংলাদেশি হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি উৎসবে প্রদর্শিত হবে তার নির্মিত একটি চলচ্চিত্রও।
মধ্যপ্রাচ্যের অন্যতম মর্যাদাপূর্ণ এ আয়োজনে প্রতি বছর ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইতালি, রাশিয়া, চীন ও জাপানসহ নানা দেশের নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেন।
বর্তমানে মুনতাসির কর্মরত আছেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগে। চলচ্চিত্র প্রযুক্তি, সৃজনশীল শিক্ষা ও গবেষণার সংযোগস্থলে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
উল্লেখযোগ্য হলো, ২০১৮ সালে একই উৎসবের ‘ট্যালেন্ট ক্যাম্পাস’-এ তিনি অংশ নিয়েছিলেন শিক্ষার্থী হিসেবে। সেই সৃজনশীল যাত্রার স্বীকৃতি হিসেবে এবার তাকে আমন্ত্রণ জানানো হয়েছে গুরু-আসনে—মেন্টর হয়ে। এ বছর আরও সাতজন আন্তর্জাতিক মেন্টর তার সঙ্গে যুক্ত থাকবেন আয়োজন পরিচালনায়।