অস্কারের মঞ্চে অ্যানিমেটেড মিউজিক্যাল ফ্যান্টাসি চলচ্চিত্র ‘কেপপ ডিমন হান্টার্স’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানিমেটেড মিউজিক্যাল ফ্যান্টাসি চলচ্চিত্র ‘কেপপ ডিমন হান্টার্স’ অস্কারের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল। আগামী বছরের ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে অ্যানিমেটেড ফিচার বিভাগে বিবেচনার জন্য নির্বাচিত ৩৫টি সিনেমার তালিকায় জায়গা পেয়েছে এটি।
ফিল্ম অ্যাকাডেমি ইতোমধ্যেই অ্যানিমেটেড, ডকুমেন্টারি ও ইন্টারন্যাশনাল ফিচার—এই তিন বিভাগে যোগ্য সব চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে। নেটফ্লিক্সে মুক্তির পর বিশ্বব্যাপী আলোচনার সৃষ্টি করলেও অস্কারের নিয়ম অনুযায়ী থিয়েট্রিক্যাল রিলিজ বাধ্যতামূলক ছিল ‘কেপপ ডিমন হান্টার্স’-এর জন্য। সেই শর্ত পূরণ করতে চলতি বছরের জুনে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকোতে সীমিত প্রদর্শনের আয়োজন করে নির্মাতারা, যা অস্কার যোগ্যতার জন্য যথেষ্ট ছিল। তবে যুক্তরাজ্যে এর প্রদর্শনী বিএএফটিএ–র নিয়ম পূরণ করেনি।
অস্কারের অ্যানিমেটেড ফিচার বিভাগে এ বছর আরও বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমা রয়েছে—নিয়নের ‘আরকো’, ডিজনির ‘এলিও’ ও ‘জুটোপিয়া টু’, জিকিডসের ‘লিটল অ্যামেলি অর দ্য ক্যারেক্টার অব রেইন’, নেটফ্লিক্সের ‘ইন ইয়োর ড্রিমস’, ক্রাঞ্চিরোল-সনির ‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসল’ এবং ‘চেইনসো ম্যান: দ্য মুভি—রেজে আর্ক’।
ম্যাগি কাং ও ক্রিস অ্যাপেলহান্স পরিচালিত এবং ড্যানিয়া জিমেনেজ ও হান্না ম্যাকমেকানের চিত্রনাট্যে নির্মিত ‘কেপপ ডিমন হান্টার্স’ মুক্তি পায় জুন মাসে। মুক্তির পরপরই ৯৩টি দেশে নেটফ্লিক্সের গ্লোবাল টপ–১০ তালিকায় উঠে আসে এবং মাত্র দুই মাসের মধ্যে প্ল্যাটফর্মের ইতিহাসে সর্বাধিক দেখা সিনেমার রেকর্ড গড়ে।
অ্যানিমেটেড এই ছবিতে কণ্ঠ দিয়েছেন আর্ডেন চো, আহন হিও–সিওপ, মে হং, জি–ইয়ং ইউ, ইউনজিন কিম, ড্যানিয়েল ডে কিম, কেন জিওং ও লি বাইং–হুন। ছবিতে দেখানো ‘কেপপ ডিমন হান্টার্স’ একটি কাল্পনিক গ্রুপ—বাস্তব কোনো কে–পপ গার্ল ব্যান্ড নয়; চলচ্চিত্রের ভেতরেই যারা রাক্ষস শিকারীর চরিত্রে অভিযান চালায়।