কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বাংলাদেশে প্রতিবছরের মতো এবারও ১ ডিসেম্বর উদযাপিত হতে যাচ্ছে ‘ব্যান্ড ফেস্ট’—প্রয়াত আইয়ুব বাচ্চুর স্বপ্ন থেকে জন্ম নেওয়া ব্যান্ডসংগীতের এই বার্ষিক উৎসব। দ্বাদশ আসরের এ আয়োজনটিতে দিনব্যাপী মঞ্চে পারফর্ম করবে দেশের ১২টি ব্যান্ড দল।
বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই স্টুডিওতে আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের ফেস্টের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। জানানো হয়, সোমবার চ্যানেল আই স্টুডিওতে যে ব্যান্ডগুলো পারফর্ম করবে তারা হলো—উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, তরুণ, মেহরীন, অবসকিউর, ফিডব্যাক, নির্ঝর, স্টার লিং, সিফোনি, নোভা এবং ডিফারেন্ট টাচ। বেলা ১১টা ৫ মিনিট থেকে চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যান্ড শিল্পী ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, বাপ্পি খান, পার্থ মজুমদার, পিয়ারু খান, হামিন আহমেদ, জয় শাহরিয়ার, শামিম আহমেদসহ চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
ফুয়াদ নাসের বাবু স্মৃতিচারণে বলেন, “আইয়ুব বাচ্চুর উদ্যোগেই এই আয়োজন শুরু হয়েছিল। ব্যান্ডসংগীত এখন বাংলা মূলধারার সংগীতের অবিচ্ছেদ্য অংশ। ভবিষ্যৎ প্রজন্মও এই মঞ্চে নিজেদের প্রকাশের সুযোগ পাবে।”
শাইখ সিরাজ জানান, চ্যানেল আই প্রতিবছরই আইয়ুব বাচ্চুর ইচ্ছাকে সম্মান জানিয়ে দিনটিকে বিশেষভাবে উদযাপন করে। তার ভাষায়—“আগামীতে আরও বড় পরিসরে ‘ব্যান্ড মিউজিক ডে’ উদযাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ব্যান্ড সংগীতের গুণীজনদের সম্মান জানাতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে আয়োজিত এ বছরের ব্যান্ড ফেস্ট নিয়ে ডা. আশীষ চক্রবর্তী বলেন, “তরুণদের জন্য এমন উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। শিল্পীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে আমরা এ আয়োজনের সঙ্গে থাকতে পেরে গর্বিত।”
তিনি আরও প্রস্তাব দেন—আইয়ুব বাচ্চু মিউজিক অ্যাওয়ার্ড চালু করার বিষয়টিও বিবেচনায় নেওয়া যেতে পারে।
২০১৪ সালে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুকে জিজ্ঞেস করা হয়েছিল, তার কোনো বিশেষ চাওয়া আছে কি না। তিনি বলেছিলেন—বাংলাদেশে ব্যান্ডসংগীতের প্রসারের জন্য একটি দিন নির্ধারণ করা হোক, একটি দিন যা হবে শুধু ব্যান্ডশিল্পী ও ব্যান্ডসংগীতপ্রেমীদের জন্য।
সেই ইচ্ছাকেই সম্মান জানিয়ে, প্রয়াত কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে, প্রতি বছর ১ ডিসেম্বর দেশে উদযাপিত হয়ে আসছে—ব্যান্ড মিউজিক ডে।