কালচারাল ইয়ার্ড ডেস্ক:
মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ও কো-ওনার রাউল রোচা’র বিরুদ্ধে মাদক, অস্ত্র ও জ্বালানি চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছে। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলস অফিস এই মামলা করেন। মেক্সিকোর শীর্ষস্থানীয় দৈনিক রেফর্মা তাদের প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রেফর্মার তথ্য অনুযায়ী, রোচা—যিনি একইসাথে মেক্সিকোতে গুয়াতেমালার কনসাল হিসেবেও দায়িত্ব পালন করেন—গুয়াতেমালা থেকে উসুমাসিন্তা নদী হয়ে নৌপথে এবং সেখান থেকে ট্রাকে করে কোয়েরেতারো পর্যন্ত জ্বালানি পাচারের একটি অপরাধচক্রের নেতৃত্ব দিচ্ছেন বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ। এছাড়া তার বিরুদ্ধে মাদক এবং আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গেও জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। বাড়িতে অভিযান চালিয়ে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে।
অভিযানের অংশ হিসেবে কয়েকটি ব্যক্তিগত বাসায় তল্লাশি চালানো হয়। সেখানে রোচার অর্থ লেনদেনের রেকর্ড মিলেছে বলে দাবি করা হয়, যার একটি লেনদেনের পরিমাণ ছিল ২১ লাখ পেসো।
রেফর্মা জানায়, গত ৬ আগস্ট মেক্সিকোর সংগঠিত অপরাধ দমনকারী বিশেষ প্রসিকিউটর অফিসের এজেন্ট ইয়াজমিন মায়োরাল মারিন রোচার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। অভিযোগপত্রে বলা হয়, রোচার নেতৃত্বাধীন সিন্ডিকেটের তিন স্তরের সরকারি কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ রয়েছে, যা তাদের মিশন—হাইড্রোকার্বন, মাদক এবং যুদ্ধাস্ত্র বিক্রি—সফল করতে সহায়তা করে।
রেফর্মা তাদের ফেডারেল সূত্রের বরাত দিয়ে জানায়, অক্টোবর মাসে রোচা প্রসিকিউশনের সঙ্গে যোগাযোগ করে মামলার ইমিউনিটি পাওয়ার জন্য তথ্য বিনিময়ের প্রস্তাব দেন।
এ বিষয়ে রোচা বা মিস ইউনিভার্স অর্গানাইজেশনের কোনো প্রতিনিধি পিপল ম্যাগাজিনকে মন্তব্য দিতে রাজি হয়নি।
মিস ইউনিভার্স নিয়ে চলমান বিতর্কের মাঝেই এ অভিযোগ
২০২৫ সালের মিস ইউনিভার্স পেজেন্টকে ঘিরে আগে থেকেই নানা বিতর্ক তৈরি হয়েছিল। বিচারকদের পদত্যাগ, স্কোরিং অনিয়মের অভিযোগ এবং মঞ্চের পেছনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছিল।
প্রাক-পেজেন্ট ইভেন্টে মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বোসকে নিয়ে মন্তব্য করায় পেজেন্ট নির্বাহী নাওয়াত ইটসারাগ্রিসিলের বিরুদ্ধে ব্যবস্থা নেন রোচা। এ ঘটনায়ও ব্যাপক সমালোচনা হয়।
পেজেন্ট শুরুর তিন দিন আগে বিচারকমণ্ডলী থেকে সরে দাঁড়ান সংগীতশিল্পী ওমর হারফুশ। তিনি অভিযোগ করেন যে, প্রাথমিক রাউন্ডের আগেই হঠাৎ গঠিত একটি “ইমপ্রম্পটু জুরি” ৩০ জন ফাইনালিস্ট নির্বাচন করেছে। মিস ইউনিভার্স কর্তৃপক্ষ তার অভিযোগ অস্বীকার করে।
হারফুশ আরও দাবি করেন, এক প্রতিযোগীর সঙ্গে পেজেন্ট সিলেকশন কমিটির এক সদস্যের অন্তরঙ্গ সম্পর্ক ছিল; এ বিষয়ে স্বচ্ছতা চেয়ে রোচার সঙ্গে কথা বললেও তিনি সেই অনুরোধ নাকচ করেন।
পেজেন্ট বিক্রি করতে চান রোচা
২৪ নভেম্বর এক সাক্ষাৎকারে রোচা স্বীকার করেন—২০২৪ সালের জানুয়ারিতে পেজেন্ট কিনে নেওয়ার পর তিনি “এতটাই বিরক্ত” যে এখন এ প্রতিষ্ঠান অন্য কারো কাছে হস্তান্তর করতে চাইছেন।