‘ব্যান্ড ফেস্ট ২০২৫’-এর দ্বাদশ আসর এবারের মতো জমকালো আয়োজনে উদযাপিত হলো চ্যানেল আই প্রাঙ্গণে। ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর স্মরণে আয়োজিত এই বিশেষ উৎসব সোমবার ভরদিন সুর-ছন্দে মুখর ছিল ১২টি ব্যান্ডের পারফরম্যান্সে।
বেলা সাড়ে ১১টায় উৎসবের পর্দা ওঠে। একে একে মঞ্চে হাজির হয় ‘উচ্চারণ’, ‘পার্থিব’, ‘শিরোনামহীন’, ‘ডিফারেন্ট টাচ’, ‘অবসকিউর’, ‘নোভা’, ‘নির্ঝর’, ‘মেহরীন’, ‘সিম্ফনি’, ‘স্টারকিং’, ‘তরুণ’ ও ‘ফিডব্যাক’। গান, গল্প, আড্ডা আর শিল্পীদের মিলনমেলায় এই দিন পরিণত হয় ব্যান্ডসংগীতের প্রাণোচ্ছল উৎসবে।
চ্যানেল আইয়ের এক বিজ্ঞপ্তিতে মানাম আহমেদ বলেন, “এই ফেস্ট ব্যান্ডসংগীতকে দিয়েছে এক ভিন্ন মর্যাদা ও গ্রহণযোগ্যতা।” উপস্থিত ছিলেন শিল্পী খুরশীদ আলমও। তিনি স্মরণ করেন আইয়ুব বাচ্চুর সেই স্বপ্নের কথা—ব্যান্ডসংগীতের জন্য আলাদা একটি দিনের দাবি। ফরিদুর রেজা সাগরের উদ্যোগে সেটাই বাস্তব রূপ পেয়েছে বলে তিনি কৃতজ্ঞতা জানান।
উৎসবের শেষ প্রহরে কেক কেটে উদযাপন করা হয় ব্যান্ড ফেস্টের এক যুগ পূর্তি। মঞ্চে উপস্থিত ছিলেন শাইখ সিরাজ, চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দীন মাহমুদ মামুন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী, ফুয়াদ নাসের, মানাম আহমেদ, ‘অবসকিউর’ ব্যান্ডের টিপুসহ অংশ নেওয়া ব্যান্ডগুলোর সদস্যরা।
২০১৪ সালে আইয়ুব বাচ্চুর উদ্যোগে শুরু হওয়া ‘ব্যান্ড মিউজিক ডে’ এখন এক অনাড়ম্বর উদযাপনের গুরুত্বপূর্ণ দিন। এবারের আয়োজনের প্রকল্প পরিচালক ছিলেন রাজু আলীম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অনন্যা রুমা।