কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বহু ব্যান্ডের জনপ্রিয় গানের গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী। তাঁর ৭০তম পূর্ণ হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। এ উপলক্ষে গান ও আড্ডায় তাঁর সাত দশকের জীবন পরিক্রমা উদযাপনের পরিকল্পনা করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘আপন আলোয় শহীদ মাহমুদ জঙ্গী: গানে গানে সত্তর’ শীর্ষক অনুষ্ঠান। এরে আয়োজক ‘আজব কারখানা’-নামের প্রতিষ্ঠান।
আজব কারখানার কর্ণধার জয় শাহরিয়ার জানিয়েছেন, ধানমন্ডির রাশান হাউসে ওইদিন বিকেল ৫টায় শুরু হবে আয়োজন। সূচনা বক্তব্য এবং গীতিকারকে নিয়ে অতিথিদের স্মৃতিচারণার পর মোড়ক উন্মোচন করা হবে ‘আপন আলোয় শহীদ মাহমুদ জঙ্গী: গানে গানে সত্তর’ নামের স্মৃতিচারণা গ্রন্থের।
জয় শাহরিয়ারের সম্পাদনায় এই গ্রন্থে গীতিকারকে নিয়ে স্মৃতিচারণা করেছেন নকীব খান, সামিনা চৌধুরী, ফয়সাল সিদ্দিকী বগি, ফোয়াদ নাসের বাবু, কুমার বিশ্বজিৎ, পিলু খান, নাসিম আলী খান, পার্থ বড়ুয়া, লিটন অধিকারী রিন্টু, গোলাম মোরশেদ, বাপ্পী খানসহ অনেকে। এতে উঠে এসেছে গীতিকারের জীবনের নানা ঘটনা।
সন্ধ্যা সাড়ে ৬টায় শহীদ মাহমুদ জঙ্গীর লেখা গান শোনাবেন রফিকুল আলম, নাসিম আলী খান, বাপ্পা মজুমদার, পান্থ কানাই, সুমন কল্যাণ, জয় শাহরিয়ার, কিশোর দাশ, ব্যান্ড সোলস, রেনেসাঁসহ অনেকে।
এই শিল্পীর লেখা ব্যান্ডের কিছু গান হল সোলসের ‘হারানো বিকেলের গল্প বলি’, ‘ভালোবাসি ওই সবুজের মেলা’, ‘এক চোখে শুধু স্বপ্ন’, ‘চায়ের কাপে পরিচয়’, এলআরবির ‘একদিন ঘুম ভাঙা শহরে’, ‘কী জানি কী এক দিন ছিল’, রেনেসাঁ ব্যান্ডের ‘তৃতীয় বিশ্ব এমনই বিস্ময়’, ‘আজ যে শিশু’, ‘হৃদয় কাদা মাটির কোনো মূর্তি নয়’, ‘হে বাংলাদেশ তোমার বয়স’।
সোলস, রেনেসাঁ, এলআরবি ছাড়াও তিনি গান লিখেছেন একক অনেক শিল্পীর জন্য। তাদের মধ্যে নাসিম আলী খানের ‘যতিন স্যারের ক্লাসে’, ‘কোলাহল থেমে গেলো’, পিলু খানের ‘তুমি তো বলেছিলে ঝিরিঝিরি বাতাসে’, সামিনা চৌধুরীর ‘সময় যেন কাটে না’, পার্থ বড়ুয়ার ‘দক্ষিণা হাওয়া তোমার ওই চুলে’সহ আরও গান রয়েছে এই গীতিকারের।