কালচারাল ইয়ার্ড ডেস্ক:
‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন: জুলাই গণঅভ্যুত্থান ও সাংস্কৃতিক নির্মাণ’ শীর্ষক আহ্বানে আবারও দৃশ্যমান ‘দৃশ্যমাধ্যম সমাজ’। এর আগে গত বছরের জুলাইতে বৃস্টিস্নাত রাজপথে জুলাই যোদ্ধাদের সাথে একাত্নতা প্রকাশ করতে রাস্তায় নেমেছিলো শিল্পীরা দৃশ্যমাধ্যম সমাজের ব্যনারে। এই ব্যানারের জন্ম হয়েছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। সেদিন ‘দৃশ্যমাধ্যম সমাজ’-এর ব্যানার হাতে বিক্ষোভ সমাবেশে স্লোগান উঠেছিল ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’।
এবার নতুন কর্মসূচি নিয়ে হাজির হলো জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আত্নপ্রকাশ করা বিপ্লবের মন্ত্রে দীক্ষিত শিল্পী সমাজের এই অংশ। ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন: জুলাই গণঅভ্যুত্থান ও সাংস্কৃতিক নির্মাণ’ শীর্ষক আহ্বানে দৃশ্যমাধ্যম সমাজের কর্মসূচিতে ১৩ জুলাই শনিবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানানো হয় দৃশ্যমাধ্যম সমাজ আগামী ২ আগস্ট বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী কর্মসূচির ঘোষণা করছে।
দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে-
শহীদি মিছিল, লাইভ গ্রাফিতি, আলোচনা সভা, থিয়েটার পারফর্মেন্স, গান, কবিতা, ফ্যাসিবাদ বিরোধী চলচ্চিত্র উৎসব, গণঅভ্যুত্থানের ছবি, পোস্টার এবং মিম প্রদর্শনী।
এই আয়োজনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, প্রেক্ষাপট ও ফলাফলকে স্মরণ ও বিশ্লেষণ করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এ আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে দৃশ্যমাধ্যম সমাজের ভূমিকা তুলে ধরা এবং কর্মীদের মধ্যে যোগাযোগ স্থাপন করা হবে। এছাড়াও ভবিষ্যতের জন্য সাংস্কৃতিক সংগ্রামের রূপরেখা তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া সংবাদ সম্মেলনে মূল বক্তব্য যৌথভাবে পাঠ করেন আকরাম খান, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, ফারিহা শামস সেঁওতি ও সরকার প্রতীক। কর্মসূচি ঘোষণা করেন জাহিন ফারুক আমিন ও ধ্রুব হাসান। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেছেন তাসলিমা আখতার।
সম্মেলনে বক্তব্য রাখেন আজমেরী হক বাঁধন, তানিম নূর, কৃষ্ণকলি, শাহীন দিল-রিয়াজ, মুনেম ওয়াসিফ, ড. সামিনা লুৎফা, আসাদুজ্জামান আসাদ, তানহা জাফরিন, ডঃ আনন সিদ্দীকা, মুশফিকুর রহমান মঞ্জু, কৃষ্ণকলি ইসলাম, মোহাম্মদ আলী হায়দার, বিথী ঘোষ প্রমুখ। উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, বরকত হোসেন পলাশ, জগন্ময় পাল, মিতু রহমান, রাফি উদ্দিন, শাদাব শাহরুখ হাই প্রমুখ।
দৃশ্যমাধ্যম সমাজের মূল বার্তা এবং কর্মসূচি ঘোষণা শেষে জুলাই অভ্যুত্থান নিয়ে একটি ভিডিওচিত্র দেখানো হয়।
আরও পড়ুন: অ্যডাল্ট সিনেমা ‘আনোরা’ কেন পেলো অস্কার?