হিরো আলম। স্যোশাল মিডিয়া কনটেন্ট নির্মাণের মাধ্যমে পরিচিত কুড়িয়েছেন। শুধু তা-ই নয় নিজে প্রযোজনা করেছেন সিনেমা। নিজে তাতে অভিনয়ও করেছেন। মিডিয়ায় তার সকল কাযক্রেই হাসির খোরাক হয়ে আছে কয়েক বছর ধরে। আশরাফুল আলম ওরফে হিরো আলমের সঙ্গে ঝুটি বেধেছেন রিয়ামণি। স্যোশাল মিডিয়ায় হিরো আলম-রিয়ামণি মানেই অসুস্থ বিনোদন। ভুলভাল ডায়লগ আর বিকৃত গান-ই তাদের সঙ্গী।
আলম সম্প্রতি বাবা হারিয়েছেন। তারপর থেকেই নতুন করে আলোচনায় আসেন। এদিকে রিয়ামণির সাথেও তার সম্পর্কেও ধরে ফাটল। খবর আসে তিনি আসলে রিয়ামণিকে বিয়ে করেননি তবুও থেকেছেন একসাথে। করছেন সংসার। হিরো আলমের বাবার মৃত্যুতে রিয়ামণির অবহেলা ছিল দাবি করে একসাথে সংসার না করার কথাও জানিয়েছিলেন তিনি। প্রতারণার অভিযোগ তুলে হিরো আলমের নামে রিয়ামণি ধর্ষণের মামলাও করেছেন। পরবর্তীতে নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে সেই মামলা তুলেও নিয়েছেন।
তবে এবার এক ভয়াবহ বিষয় সামাজিক মাধ্যমে নিয়ে এসেছেন হিরো আলম। ১২ আগস্ট মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। যেখানে তার প্রতি অনাস্থার জেরে রিয়ামণির উদ্দেশ্যে কিছু বার্তা দিয়েছেন তিনি।
তিনি লিখেছেন, আগামীকাল তার জানাজা।
পোস্টে আলম বলেন, ‘রিয়ামনি মিথ্যা কথা বলে তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম হিরো আলমের ওষুধ খেয়ে মরে না আজকে সত্যি সত্যি মারা যাবো রিয়া মনি ভালোবাসা মিথ্যে ছিল মেনে নিতে পারলাম না রিয়ামনি কতো ভালো বাসি আজকে নিজেকে শেষ করে বুজে দিবো আমি রিয়াল ছিলাম কাল বিকাল ৫ জানাজা আমার নিজ বাসায়’
তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই তাকে ধৈর্য্য ধারণের অনুরোধ জানিয়েছেন। অনেকেই করছেন মজা।