কালচারাল ইয়ার্ড ডেস্ক:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি দুই দিনব্যাপী আয়োজন করছে ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব’। আগামী ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে এ উৎসব, যেখানে মিলবে লোকজ শিল্প, সঙ্গীত আর সমকালীন সৃজনশীলতার সম্মিলন।
প্রথম দিনের আয়োজন
৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে যাত্রাপালা ‘মহিষাসুর মর্দিনী, দেবী দুর্গা’। পালাকার উজ্জ্বল কুমার ব্যাপারীর লেখা এই নাট্যকাহিনি পরিবেশন করবে মাতা মজ্জুলিকা ধর্মীয় নাট্য সংস্থা। যাত্রাপালা বাঙালি সংস্কৃতির এক পুরনো ধারক, আর দেবী দুর্গার কাহিনির সঙ্গে মিলেমিশে তা হয়ে উঠবে ভক্তি ও নাট্যরসের অনন্য মিশ্রণ।
সমাপনী দিনের আয়োজন
১ অক্টোবর শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা। ঢাক-ঢোলের শব্দে শুরু হবে ‘মাঙ্গলিক নৃত্য’, এরপর দলীয়ভাবে পরিবেশিত হবে শ্যামা সংগীত, ভক্তিমূলক গান, দেশাত্মবোধক ও আধুনিক সংগীত। একক পরিবেশনায় থাকছেন জনপ্রিয় শিল্পীরা—অনিমা রায়, দেবলীনা সুর দোলা, ঋতুরাজ ও সিঁথী সাহা।
অতিথি ও শুভেচ্ছা বক্তব্য
উৎসবের উদ্বোধনীতে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপন চন্দ্র মজুমদার, বিজন কান্তি সরকার, রমেশ দত্ত ও তরুণ দে।
উৎসবের তাৎপর্য
শিল্পকলা একাডেমি এর আগে ঈদ ও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ আয়োজন করেছিল। সেই ধারাবাহিকতায় এবার দুর্গোৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হচ্ছে এই উৎসব। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত, তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই অংশ নিতে পারবেন।
শারদীয় উৎসব মানে কেবল পূজা নয়, এটি বাঙালির সংস্কৃতির এক সমবেত রূপ। যাত্রাপালা, নৃত্য, গান আর আবহমান ঐতিহ্যের মেলবন্ধনে এই আয়োজন হয়ে উঠবে শরতের আবহে এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা।