নিজস্ব প্রতিবেদক:
আজ গ্লামার কন্যা নুসরাত ফারিয়ার জন্মদিন। উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও এখন তিনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা। ইতোমধ্যেই ১০টি চলচ্চিত্রে কাজ করেছেন ফারিয়া। সর্বশেষ ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে অভিনীত ‘শাহেনশাহ’ সিনেমাটি মুক্তি পেয়েছে।
কালচারাল ইয়ার্ডের পক্ষ থেকে এই তারকার জন্মদিনে রইলো অনেক অনেক শুভ কামনা।
তার পুরো নাম নুসরাত ফারিয়া মাজহার। ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্ম নেন। দাদা একজন সেনা কর্মকর্তা হওয়ার সুবাদে ঢাকা সেনানিবাসে পরিবারের সঙ্গে বাস করেন তিনি। তার শৈশব, কৈশোর কেটেছে সেখানেই। তিন বোন, এক ভাইয়ের মধ্যে তিনি মেজ।
আরটিভির ‘ঠিক বলছেন তো’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দায় উপস্থাপনা করেন নুসরাত ফারিয়া। এরপর উপস্থাপনা করেন এনটিভির ‘থার্টিফাস্ট ধামাকা কক্সবাজার’। এই অনুষ্ঠানটি তাকে এনে দেয় পরিচিতি। এ সময় রেডিওতে আরজে হিসেবেও পরিচিতি পান তিনি। তিনি একাধারে মডেল, উপস্থাপক ও আরজে হিসেবে সুনাম কুড়িয়ে আনেন।
আরও পড়ুন : গ্লামার কন্যা নুসরাত ফারিয়া ছাড়িয়ে যাচ্ছেন নিজেকেই
২০১৫ সালে ওপার বাংলার এস কে মুভিজ এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকী’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক ঘটে তাঁর।
‘আশিকী’ ছাড়া তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- হিরো ৪২০ (২০১৬), বাদশা-দ্যা ডন (২০১৬), প্রেমী ও প্রেমী (২০১৭), ধ্যাততেরিকি (২০১৭), বস ২ (২০১৭), ইন্সপেক্টর নটি কে (২০১৮)। এছাড়া জাজ মাল্টিমিডিয়া নির্মিত অ্যানিমেশন ছবি ‘ডিটেকটিভ’-এ তিনি কণ্ঠ অভিনেত্রী হিসেবে কাজ করেছেন।
নুসরাত ফারিয়ার আরও খবর
⇒ আবারও শাকিব-নুসরাত জুটি
⇒ নুসরাত ফারিয়ার মুম্বাই টু কলকাতা জার্নি
বর্তমানে দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’, ঢাকা ২০৪০, বঙ্গবন্ধুসহ আর বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি।