দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির কথায় গাইলেন কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসী। ‘গানে গানে করোনাকাল’ শিরোনামের গানটির সুর করেছেন খায়রুল নিজেই।
পহেলা বৈশাখকে কেন্দ্র করে এ গানে ছিলো সবাইকে ঘরে থাকার আহ্বান। ১৯ এপ্রিল রবিবার দৈনিক সমকালের ইউটিউব চ্যানেলে এ গানটি প্রকাশিত হয়।
করোনা ভাইরাসের কারণে লকডাউনে পুরো বিশ্বের মানুষ। বাংলাদেশের মানুষও লকডাউনে। এ অবস্থায় খায়রুল ওয়াসী গাইলেন: ‘করোনাকালে এলো বৈশাখ/ থাক সবে থাক ঘরে ঘরে থাক/ থাক সবে থাক নিরাপদে থাক।’
এর আগে দেশের অন্যান্য শিল্পীরাও নিজের ঘরে থেকেই সবাইকে ঘরে ঘরে নিরাপদে থাকার আহ্বান জানিয়ে গান গেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এ সব সচেতনতামূলক গান।
দেশের বর্তমান সময়ের একজন তরুণ ফোক সঙ্গীতশিল্পী খায়রুল ওয়াসী। তিনি একই সাথে একজন গায়ক, গীতিকার ও সুরকার। ছোটবেলা থেকেই গান করেন। তিনি ২০১৫-২০১৬ সালের চ্যানেল আই বাংলার গান প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ হন।
বর্তমানে তিনি সিনেমায় প্লেব্যাক করেন, গান লেখেন, সুর করেন। টেলিভিশন ও স্টেজ শো নিয়েও ব্যস্ততা কাটে তার। লকডাউনের এ সময়ে ঘরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব তিনি। গান গেয়ে উজ্জীবিত রাখেন সবাইকে।