শুরু হচ্ছে শামীম জামান-মোশাররফ করিম জুটির নতুন ধারাবাহিক
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
কমেডি অভিনেতা হিসেবে বহু টেলিভিশন নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম ও শামীম জামান। বেশ দক্ষ অভিনেতা শামীম জামান পরিচালক হিসেবেও বেশ সফল। শামীম জামানের সঙ্গে অভিনয়ের পাশাপাশি তার পরিচালনায় বেশ কিছু নাটকে অভিনয়ও করেছেন মোশাররফ করিম। আর এবারও শামীম জামানের পরিচালনায় একটি নতুন ধারাবাহিকে অভিনয় করছেন মোশাররফ করিম।
‘প্রিয়জন’ নামের ধারাবাহিকটি রচনা করেছেন মোহাম্মদ মামুন অর রশীদ। এই ধারাবাহিক নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম জানিয়েছেন, নির্মাতা হিসেবে বেশ ভালো শামীম জামান। দীর্ঘদিন তার পরিচালনায় অভিনয় করছেন মোশাররফ। আর তাই নতুন এ ধারাবাহিকটিতে তিনি যুক্ত হয়েছেন শামীমের উপর আস্থা রেখে। এর গল্পও বেশ চমৎকার বলেও জানান মোশাররফ করিম।
মোশাররফ করিম বলেন, আমরা আশপাশে যারা একসঙ্গে পাশাপাশি বসবাস করি, তাদের আনন্দ-বেদনার কাব্যই হচ্ছে ‘প্রিয়জন’ নাটকটি। নাটকটি নিয়ে বেশ আশাবাদী বলে জানান এই গুনী অভিনেতা।
পরিচালক শামীম জামান এ নাটকটি প্রসঙ্গে বলেন, আপাতত ১০৪ পর্বের টার্গেট নিয়ে ‘প্রিয়জন’ নাটকটি নির্মাণ করা হচ্ছে। গল্পের ভিন্নতার কারণে ‘প্রিয়জন’ ধারাবাহিকটি দর্শক পছন্দ করবে বলে মনে করেন নির্মাতা শামীম জামান। নাটকটি শীঘ্রই মাছরাঙা টিভিতে প্রচার হবে বলেও জানান শামীম।
তিনি বলেন, মোশাররফ করিমকে নিয়ে এর আগে আনন্দগ্রাম, ঝামেলা আনলিমিটেড, চাটামঘর নামে ধারাবাহিক নির্মাণ করেছি। সবগুলো নাটক দর্শকপ্রিয়তা পেয়েছিল। এই নাটকও দর্শকপ্রিয়তা পাবে বলে আমি আশাবাদী।
কিছুদিন আগে ‘ভয়’ নামে একটি নাটকে একসঙ্গে কাজ করেছেন মোশাররফ করিম ও শামীম জামান।