মহানায়ক মান্না ফ্যান ক্লাবের উদ্যোগে এফডিসিতে টানা দশ দিন ইফতার
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
মহানায়ক মান্না ফ্যান ক্লাবের উদ্যোগে এফডিসিতে টানা দশ দিন ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৪ এপ্রিল মান্নার জন্মদিন উপলক্ষে শুরু হওয়া এই আয়োজন চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।
এই আয়োজনের উদ্যোক্তারা হলেন সোহেল রানা, ওমর ফারুক এবং আনিসুর রহমান ওরফে পাথর নীল। এটি তত্ত্বাবধায়নের আছেন মাজহার বাবু।
উদ্যোক্তারা জানান, নায়ক মান্না সব সময় মানুষের পাশে দাঁড়াতেন। তাই ভক্ত হিসেবে তার শান্তি কামনায় তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন।
আয়োজন সম্পর্কে তারা জানান, বৈশ্বিক মহামারী করোনার কারণে সব কিছু বন্ধ থাকলেও এফডিসি মসজিদের ইমাম, মোয়াজ্জেম, খাদেমসহ এখনকার পেশাগত দায়িত্বে নিয়োজিতদের কথা মাথায় রেখেই তারা এই আয়োজন করেছেন।
জানা গেছে, এর আগে বিভিন্ন সময় নায়ক মান্নার জন্মদিন-মৃত্যুবার্ষিকীসহ বিভিন্ন উপলক্ষে তারা নানা আয়োজন করে থাকেন।
উল্লেখ্য, চিত্রনায়ক মান্নাকে নিয়ে ফেইসবুকে বেশ কিছু ফ্যান ক্লাব থাকলে সবচেয়ে এগিয়ে রয়েছে ‘মহানায়ক মান্না ফ্যান ক্লাব’। এখানকার সদস্য সংখ্যা ইতোমধ্যেই প্রায় সোয়া লক্ষ।