এবার করোনা আক্রান্ত হলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, প্রযোজক, পরিচালক ও চিত্রনায়ক আলমগীর । বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।
মঙ্গলবার বিকেল চারটার দিকে চিত্রনায়ক আলমগীরের ছবি শেয়ার করে জায়েদ খান তার ভেরিফাইড ফেইসবুক পেইজেেএ বিষয়ে একটি স্টাট্যাস দেন। সেখানে তিনি লিখেন, ‘খবরটা লিখতে চেয়েছিলাম না। কারণ আলমগীর ভাই নিষেধ করেছিলেন। কিন্তু না জানালে আমার অন্যায় হবে, তাই দোয়া চাচ্ছি সবার কাছে।’
নায়ক আলমগীরের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে জানিয়ে সকলের কাছে দোয়া চেয়ে তিনি আরও লিখেন, ‘আলমগীর ভাই করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই দিন আগে। শারিরীকভাবে তিনি ভালো আছেন। সবাই দোয়া করবেন তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।’
আলমগীর কুমকুমের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আমার জন্মভূমি-তে অভিনয়ের মাধ্যমে আলমগীরের অভিষেক। ১৯৭৩ সালে মুক্তি পায় ছবিটি। এরপর তিনি অভিনয় করেন দস্যুরাণী, লাভ ইন শিমলা, জিঞ্জীর, গুন্ডা, রজনীগন্ধা, ভাত দে চলচ্চিত্রসহ অসংখ্য ছবিতে অভিনয় করেন। তিনি প্রায় শতাধিক ছবিতে অভিনয় করেছেন।আলমগীরঅভিনীত ও পরিচালিত সর্বশেষ ছবি ‘একটি সিনেমার গল্প’।