আজ ৫ মার্চ সোমবার থেকে শুরু হচ্ছে টেলিভিশনের এক ঘন্টার কাহিনীচিত্র নিয়ে সপ্তাহব্যাপী আনন্দ আলো-চারুনীড়ম কাহিনীচিত্র উৎসব। এ উৎসব চলবে ১১ মার্চ পর্যন্ত।
সোমবার সন্ধ্যা ৬টায় শাহবাগের জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অভিনেত্রী কেয়া চৌধুরী উৎসবের উদ্বোধন করবেন। উপস্থিত খাকবেন নাট্যজন মামুনুর রশীদ, চলচ্চিত্র নির্মাতা ও প্রশিক্ষক মানজারেহাসীন মুরাদ, অভিনয় শিল্পী সংঘের সভাপতি অভিনেতা শহিদুল আলম সাচ্চু, ক্যামেরাম্যান এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি পঙ্কজ পালিত, নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজাসহ অনেকে।
২০০৯ সাল থেকে চারুনীড়ম প্রতি বছর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক ঘণ্টার নাটক নিয়ে উৎসব ও পুরস্কারের আয়োজন করে আসছে। উৎসবের উদ্যোক্তা চারুনীড়ম এর সভাপতি গাজী রাকায়েত জানান, এবার এ আয়োজনের ১০ম বার। টিভি চ্যানেলের নাটক নিয়ে এই উৎসব। তবে এগুলোকে আমরা নাটক না বলে কাহিনীচিত্র বলার চেষ্টা করছি শুরু থেকে। এবারও উৎসবের শেষ দিন ১১ মার্চ ১২টি বিভাগে পুরস্কৃত করবো। গত বছর পুরস্কার দেওয়া হয়নি বলে এবার সেটিও দেওয়া হবে। উৎসবে আমাদের সঙ্গে যুক্ত হলো পাক্ষিক ম্যাগাজিন আনন্দ আলো। সব মিলিয়ে আমার বিশ্বাস এবারের আয়োজন আরও বর্ণাঢ্য হবে।’
এবারের উৎসবে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত ২৪টি বিশেষ নাটক প্রদর্শিত হচ্ছে।