নিজস্ব প্রতিবেদক :
এবার ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমা শাকিব খান অভিনীত পাসওয়ার্ড ও নোলকের হল সংখ্যা দ্বিতীয় সপ্তাহে বেড়েছে। শাকিব খান ও মো. ইকবাল প্রযোজিত ও মালেক আফসারি পরিচালিত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’ সমালোচনায় বিদ্ধ হলেও এটি আরও ২৩টি হল বেশি পেয়েছে। শুরুর সপ্তাহে ১৮০ হল থাকলেও তা বেড়ে হয়েছে ২০৩টি হল। সাকিব সনেট প্রযোজিত ও পরিচালিত ‘নোলক’ সিনেমাটি ৭৬ থেকে হয়েছে ৭৭ হল। অন্যদিকে অনন্য মামুনের ভিন্ন আঙ্গিকের সিনেমা ‘আবার বসন্ত’ একটি হল কমে হয়েছে ৬টি।
এর আগে ঢাকাসহ সারাদেশে ‘পাসওয়ার্ড’ ছবিটি নিয়ে দর্শকদের ছিলো ব্যাপক উৎসাহ। এক ধরণের হলিউডি স্টাইলের থ্রিলার হওয়ায় তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে ছবিটি। অন্যদিকে শাকিব খান অভিনীত অন্য ছবি ‘নোলক’ কোথাও কোথাও সাড়া জুগিয়েছে। বাণিজ্যিক ঘরানার মধ্যে অন্যরকম ছবি ‘নোলক’ এক শ্রেণীর দর্শক লুফে নিয়েছে। একটি ঝরঝরে প্রেমের গল্প অনেক দিন পর ঢালিউডের দর্শকদের কাঁদিয়েছে।
শাকিব খান ফিল্মসের প্রযোজনায় মালেক আফসারীর পরিচালনায় নির্মিত ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে আছেন শবনম বুবলী। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইমন, অমিত হাসান, ডনসহ অনেকে।
এদিকে শাকিব-ববি অভিনীত চলচ্চিত্র ‘নোলক’ দেশের প্রায় ৭৭টি সিনেমা হলে দ্বিতীয় সপ্তাহে দেখানো হচ্ছে। একটি ঝরঝরে প্রেমের গল্প, ফ্যান্টাসির গল্প হৃদয় ছুঁয়েছে সবার- এমনটাই জানালেন ছবিটি দেখতে আসা দর্শক। ছবিটিতে শাকিব-ববির খুঁনসুটি, তাদের দুজনের রসায়ন নিয়ে আলোচনায় দর্শক। সাকিব সনেটের পরিচালনায় শাকিব-ববি ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, শহীদুল আলম সাচ্চু, মৌসুমী, ওমর সানি, রজতাভ দত্তসহ অনেকে।

শাকিব খান ও ববি অভিনীত নোলক সিনেমার দ্বিতীয় সপ্তাহের হলের তালিকা
এদিকে অনন্য মামুনের ভিন্ন আঙ্গিকের সিনেমা ‘আবার বসন্ত’ দ্বিতীয় সপ্তাহে চলছে ৬টি হলে। ছবিটিতে তারিক আনাম ও স্পর্শিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন ইমতু রাতিশ, করভী মিজান, মনিরা মিঠু, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদসহ অনেকে।