প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী তুরস্কের ওসমানীয় খিলাফতকে সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে রক্ষায় ভারতীয় উপমহাদেশের মুসলমানদের ঐতিহাসিক খিলাফত আন্দোলনের ওপর ভিত্তি করে তুরস্ক ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে চলচ্চিত্র।‘বিয়ার উইটনেস’ বা তুর্কিতে ‘শাহিত অল’ নামের এই সিনেমায় তুরস্ক ও পাকিস্তানের অভিনেতা ও অভিনেত্রীরা অভিনয় করবেন।
এ উপলক্ষে শনিবার (১৪ সেপ্টেম্বর) করাচিতে এক সংবাদ সম্মেলন করেন চলচ্চিত্রটির কাহিনীকার ও পরিচালক তাহির মাহমুদ। তিনি সংবাদ সম্মেলনে জানান, চলচ্চিত্রটির শুটিং শুরু হবে আগামী অক্টোবর থেকে। আগামী বছর মার্চে ছবিটি মুক্তি দেওয়ার কথা বলা হয়।
তাহির মাহমুদ বলেন, পাকিস্তান আন্দোলনের নাম না জানা বীর, গাজী মুস্তফা কামাল আতাতুর্ক এবং সাহসী তুর্কি জাতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তৈরি করা হচ্ছে চলচ্চিত্রটি। মূল ছবির সংলাপ উর্দুতে করা হয়েছে। পরবর্তীতে তা তুর্কিতে ডাবিং করা হবে। এই চলচ্চিত্রটি পাকিস্তান ও তুরস্কের মানুষের মধ্যে এক শক্তিশালী বন্ধন তৈরির উৎস হিসেবে কাজ করবে। এর মাধ্যমে তুর্কি দর্শকরা জানতে পারবে আমাদের পূর্বপুরুষরা তাদের তুর্কি ভাই-বোনদের সাহায্যের জন্য কি প্রচেষ্টা নিয়েছিল।
এই চলচ্চিত্রের মধ্য দিয়েই তুরস্কে পাকিস্তানি চলচ্চিত্র ও নাটকের স্থান অর্জনের পথ তৈরি হতে পারে বলেও মনে করেন তাহির মাহমুদ।
চলচ্চিত্রটিতে অভিনয় করা পাকিস্তানী অভিনেতা কাভি খান জানান, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার বন্ধন অন্য যেকোন জাতির তুলনায় শক্তিশালী। এই প্রকল্প আমাদের তরুণ প্রজন্মকে সেই বন্ধন সম্পর্কে জানাবে। আমি নিশ্চয়তা দিচ্ছি, চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশার চেয়েও এটি জনপ্রিয় হবে।
ইমদাদ ইরফানি, ঘানা আলী, রাবিয়া কুলসুমসহ আরো অনেক তুর্কি ও পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রী ছবিটিতে অভিনয় করছেন।