উপমহাদেশের চলচ্চিত্রের তিন দিকপাল সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক ও মৃণাল সেনের পৈত্রিক ভিটা উদ্ধার ও সংরক্ষণের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ।
শনিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল, নারগিস আক্তার, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি, সংগঠনের সাধারণ সম্পাদক ও চলচ্চিত্র নির্মাতা বেলায়াত হোসেন মামুন।
এছাড়া মানববন্ধন কর্মসূচিতে দেশের চলচ্চিত্র সংসদকর্মী, সংস্কৃতিকর্মীরা অংশ নেন। এছাড়া দেশের বরেণ্য চলচ্চিত্রকার, চলচ্চিত্র গবেষক-লেখক, চলচ্চিত্র শিক্ষকসহ চলচ্চিত্র-সংশ্লিষ্ট ও সংস্কৃতি অন্তপ্রাণ মানুষেরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক ইতিহাস ও স্মৃতিস্থাপনা রক্ষার দাবিতে সংগঠনের পক্ষ থেকে দুই একদিনের মধ্যে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হবে জানিয়েছেন বেলায়াত হোসেন মামুন।
বিশ্বচলচ্চিত্রের কীর্তিমান এই তিন দিকপালের পৈত্রিক ভিটা উদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ অবিলম্বে গ্রহণ করার দাবি জানিয়ে চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল বলেন, বাংলা চলচ্চিত্রের তিন দিকপাল সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক ও মৃণাল সেনের পিত্রিক ভিটা সংরক্ষণ করে সেখানে সাংষ্কৃতিক ও চলচ্চিত্র কেন্দ্র করতে হবে। ঋত্বিক কুমার ঘটকের বাড়ি উদ্ধার করে প্রয়োজনে হোমিওপ্যাথি কলেজ অন্যত্র সরিয়ে সেখানে চলচ্চিত্র কেন্দ্র গড়ে তুলতে হবে। সরকারকেই এই উদ্যোগ নিতে হবে। এ জন্য রাজশাহীর সাংস্কৃতিক ও চলচ্চিত্রের সংগঠনগুলোকে তৎপর হতে হবে। সবাইকে সম্মিলিতভাবে এ জন্য কাজ করতে হবে।
বেলায়াত হোসেন মামুন এই তিন চলচ্চিত্রকারের বসতভিটা সংরক্ষন করে সেখানে হেরিটেজ করার দাবি জানান মানববন্ধন থেকে।
উল্লেখ্য, সত্যজিৎ রায়ের পৈত্রিক ভিটা কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার মসূয়া গ্রামে অবস্থিত। এ বাড়ি সত্যজিৎ রায়ের পিতা সুকুমার রায় এবং প্রপিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর স্মৃতি স্থাপনা হিসেবেও ইতিহাসের গুরুত্বপূর্ণ নির্দশন হয়ে আছে। ঋত্বিক কুমার ঘটকের পৈত্রিক ভিটা রাজশাহী শহরের মিঞাপাড়ায় অবস্থিত। এ বাড়ি ঋত্বিকের জেষ্ঠ্য ভ্রাতা মনিষ ঘটক, ঋত্বিকের ভাইঝি মহাশ্বেতা দেবীসহ বহু কীর্তিমান মানুষের বসবাসের স্মৃতির আধার। একইভাবে ফরিদপুর শহরের ঝিলটুলিতে অবস্থিত মৃণাল সেনের পৈত্রিক ভিটাও বৃহত্তর ফরিদপুরের বহু কীর্তিমান মানুষের স্মৃতিধন্য হয়ে আছে।