ঘরে থাকুন, নিরাপদে থাকুন-এ স্লোগানে বেশ কয়েকজন সঙ্গীতশিল্পী নিজ নিজ ঘরে বসেই একসাথে গাইলেন। গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও সঙ্গীতশিল্পী কৌশিক হোসেন তাপসের পিয়ানোর সুরে কণ্ঠ মেলালেন তারা। আঁখি আলমগীর, দীপ্ত, শান, ঐশীসহ ১১জন শিল্পী রবীন্দ্রনাথের প্রার্থনা সঙ্গীত ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানে কণ্ঠ দেন। করোনা ইস্যুতে আলাদা থেকেই একসাথে গাইলেন ওরা ১১ জন।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে সচেতন করতে এ ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৌশিক হোসেন তাপস।
তিনি জানান, দুর্যোগপূর্ণ এই সময়ে আমাদের চাওয়া সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সচেতন থাকে। আর মানুষের এই বিাচ্ছিন্নতা ও খারাপ সময়ে সঙ্গীতই হচ্ছে মনের অন্যতম ঔষধ। গানে গানে মানুষের মঙ্গল ও আনন্দসময়ের স্বপ্ন দেখাতে আমাদের এ উদ্যোগ।
সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর বলেন, ‘গানবাংলা পরিবার’ নামে ফেইসবুক গ্রুপ থেকে তাপস যখন পিয়ানোতে এ সুরটা তুলে পাঠালো, তখন এত ভালো লাগলো যে এটাতে প্রথম আমি কণ্ঠ মেলালাম। পরে সবাই একে একে যুক্ত হয়েছে এই গানে। আমাদের এ দুঃসময়ে গানটা অত্যন্ত প্রাসঙ্গিক। ঘরে থেকেও এমন অভিনব উদ্যোগের মধ্য দিয়ে ভালোবাসা ছড়িয়ে দেয়া যায়।
সম্মিলিত কণ্ঠে গাওয়া এই গানটির ভিডিও গানবাংলা টেলিভিশনের ফেসবুক পেইজে উন্মুক্ত হয়েছে। এই ভিডিওর শেষে লেখা রয়েছে- সত্যিকার ভালোবাসার যে অসীম শক্তি তা প্রকাশ করে সঙ্গীত। যে কোনও পরিস্থিতিতেই তা যেমন টিকে থাকে, যে কোনও দূরত্বেই সে পৌঁছে যেতে পারে। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
এদিকে অনেক সঙ্গীতশিল্পীরাই নিজ নিজ ঘরে হোম কোয়ারেন্টিনে রয়েছে। এ সময়গুলোতে তারা গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন। এর মধ্যে সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার, হৃদয় খানসহ অনেকেই রয়েছেন। তারা গানে গানে করোনা ভাইরাস নিয়ে সবাইকে সচেতন করছেন।