বিশেষ প্রতিবেদক:
কলোন ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৫৩ বছর বয়সে চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ছড়িয়ে গেছে বলিউড থেকে পৃথিবীর সকল সিনেমাপ্রেমীদের অন্তরে। আশির দশক থেকে গত তিন দশকে বলিউডে সুপারস্টারদের সঙ্গে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। হলিউডের ছবিতে অভিনয় করেও তিনি সমান জনপ্রিয়তা অর্জনে সচেষ্ট হয়েছিলেন। ঢাকাই সিনেমায় অভিনয় করেও মানুষের ভালবাসা কুড়িয়েছেন। তাঁর অভিনয় গুনে মুগ্ধ হাজারও সিনেমাপ্রেমীর হৃদয়ে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
কালচারাল ইয়ার্ড পরিবার এ গুনী অভিনেতার প্রয়ানে শোক জানাচ্ছে। ইরফান খানের চিরবিদায়ে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
তাঁর মৃত্যুর দিনে সিনেমাপ্রেমী মানুষেরা স্মরণ করছেন তাঁকে ও তাঁর অভিনীতি সিনেমাগুলোকে।
১৯৮৮ সালে মীরা নায়ারের ‘সালাম বোম্বে’ সিনেমায় একটা ছোট ক্যামিও’র চরিত্র দিয়ে শুরু। তবে পরের বছর বাসু চ্যাটার্জির ‘কমলা কি মওত’ সিনেমায় পেলেন নায়কের চরিত্র। তবে সিনেমায় নিজের সাফল্য পেতে অপেক্ষা করতে হয়েছে আরও একযুগ। অভিনয় করেছেন টিভি সিরিয়াল, মেগাসোপ অপেরা থেকে মঞ্চে। ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে অভিনয়ে পড়াশুনা করেছেন।
২০০১ সালে ব্রিটিশ নির্মাতা আসিফ কাপাডিয়ার ‘দ্য ওয়ারিয়র’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেন তিনি। ছবিটা বক্স অফিসে ব্যাপক হিট হয়। ইরফান খানের অভিনয় মুগ্ধ করে সিনেমাপ্রেমীদের।
এরপর একে একে অভিনয় করেন বলিউডের সিনেমা ধন্ধ, বিল্লু, পিকু, হিন্দি মিডিয়াম, মকবুল, পান সিং তোমরে ও হলিউডের নেমসেক, লাইফ অব পাই ও জুরাসিক ওয়ার্ল্ডসহ আরও অনেক ছবিতে। এছাড়া ব্রিটিশ ভারতীয় ছবি স্লামডগ মিলিওনিয়ার ছবিতে অনবদ্য অভিনয় করে বিশ্বব্যপী প্রশংসা কুড়িয়েছেন।
দক্ষিণী, তামিলের অসংখ্য সিনেমায় অভিনয় করেন তিনি। বাংলাদেশের সিনেমা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’-এ অভিনয় করেন মূল প্রোটাগনিস্ট হিসেবে। হিন্দিভাষী এই অভিনেতার বাংলা ভাষার অভিনয়ে দর্শক পছন্দ করেন। বাংলাদেশের দর্শকদেরও ভালবাসা পান তিনি।
ইরফান খান সম্পর্কিত আরও খবর :
⇒ মায়ের চারদিন পর চলে গেলেন ইরফান খান
এছাড়া ইরফান খান চণক্য, ভারত এক খোঁজ, সারা জাহাঁ হামারা, বনেগি আপনি বাত, চন্দ্রকান্ত, শ্রীকান্ত, অনুগুঞ্জ, স্পর্শসহ বশকিছু টিভি সিরিয়ালে অভিনয় করেন। তিনি দূরদর্শনের টেলিভিশন নাটক লাল ঘাস পর নীলে ঘোড়ে-তে ভ্লাদিমির লেনিন চরিত্রে অভিনয় করেন।
ত্রিশ বছরের ক্যারিয়ারে প্রায় অর্ধ শতক সিনেমায় অভিনয় করেছেন ইরফান খান।
ইরফান খান ১৯৬৭ সালের ৭ জানুয়ারি ভারতের জয়পুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। ইরফানের মা বেগম খান তাঁর মৃত্যুর চারদিন আগে মারা যান। বাবা ছিলেন জাগিরদার খান।
২০১১ সালে তিনি ভারতের সম্মানজনক পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হন। ২০১২ সালে তিনি পান সিং তোমার সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।
এছাড়া তিনি ২০০৭ সালে সেরা অভিনেতা হিসেবে লাইফ ইন আ… মেট্রো ও ২০০৩ সালে সেরা খলনায়ক হিসেবে হাসিল ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।