করোনা উপসর্গ নিয়ে গুনী অভিনেতা কে এস ফিরোজের মৃত্যু
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
করোনা উপসর্গ নিয়ে গুনী অভিনেতা কে এস ফিরোজের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর৷
গুনী এই অভিনেতার মৃত্যুতে কালচারাল ইয়ার্ড পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং তার আত্মার মাগফিরাত কামনা করছে।
জানা গেছে, তিনি জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার সবরকম উপসর্গে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কে এস ফিরোজের তিন মেয়ে নাদিয়া, সাদিয়া ও রাবেয়া জাহান ফিরোজ।
জানা যায়, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় মঙ্গলবার তাকে সিএমএইচে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসকরা জানান তিনি নিউমোনিয়ার মতো রোগে ভুগছেন। তাকে ইনজেকশন দিলে অবস্থার আরও অবনতি ঘটে। এরপর তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। এ অবস্থায় সকালে তিনি মারা যান।
কে এস ফিরোজ অসংখ্য মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। বাংলা সিনেমায়ও তিনি অভিনয় করেছেন। নাট্যদল ‘থিয়েটার’এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন কে এস ফিরোজ। তার অভিনীত উল্লেখযোগ্য মঞ্চ নাটক ‘সাত ঘাটের কানাকড়ি’, ‘কিং লিয়ার’ ও ‘রাক্ষসী’। কে এস ফিরোজের টেলিভিশনে প্রথম অভিনীত নাটক ‘দীপ তবুও জ্বলে’।
এছাড়া কে এস ফিরোজ বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘লাওয়ারিশ’। এছাড়া তিনি আবু সাইয়ীদ নির্মিত ‘শঙ্খনাদ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া তিনি মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর মেজর হিসেবেও কর্মরত ছিলেন তিনি।