ঢালিউডের সর্বকালের চিরসবুজ চিত্রনায়ক সালমান শাহ’র ৪৯তম জন্মদিন উপলক্ষে মুক্তি পেলো গান। তাঁর অভিনীত সিনেমার তুমুল জনপ্রিয় গান ‘তোমাকে চাই’ এর গান ও মিউজিক ভিডিও প্রকাশ হলো নতুর আবহে।
সজল মিত্র রিচার্ড গানটি কাভার করেছেন। এ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অভিনেত্রী লারা লোটাস। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মো. মশিউর রহমান।
১৯৯৭ সালে সালমানের মৃত্যুর পর মতিন রহমান পরিচালিত ‘তোমাকে চাই’ সিনেমাটি মুক্তি পায়। আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে সিনেমাটির টাইটেল গান নির্মিত হয়। গানটিতে সে সময় কণ্ঠ দেন এন্ড্রু কিশোর ও কনক চাঁপা।
গানটি নতুন করে গাওয়া ও প্রকাশ করার ব্যাপারে সজল মিত্র রিচার্ড জানান, সালমান শাহ’র জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা প্রকাশের জন্যই কাজটি করেছেন তিনি মূল গানের কথা ও সুর ঠিক রেখে ভালো কিছু করার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। এটা আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে এখনও বিষয়টি বিচারাধীন। এই মৃত্যু রহস্যের জট খুলছেইনা। তবে সর্বশেষ পিবিআয়ে রিপোর্টে সালমানের মৃত্যুকে আত্নহত্যা বলা হয়। তবে এর বিরুদ্ধে আদালতে নারাজি দিয়েছে তার পরিবার।