নিজস্ব প্রতিবেদক :
ঢালিউড কিং শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। বাবা-মায়ের সূত্রে জন্ম থেকেই পেয়েছেন তারকাখ্যাতি। রবিবার (২৭ সেপ্টেম্বর) জয়ের জন্মদিন। ২০১৭ সাল থেকে বরাবরই বেশ জমকালো আয়োজনে পালন করা হয় তার জন্মদিন। এবারের জন্মদিনে নেই কোন আয়োজন। তবে বাবা শাকিব খান দিয়েছেন আবেগী শুভেচ্ছা বার্তা।
ছেলের জন্মদিনে তারকা শাকিব খান নিজের ভেরিফায়েড ফেসবুকে পেইজে একটি আবেগী শুভেচ্ছাবার্তা পোস্ট দিয়েছেন।
জয় এখন মায়ের কাছে আছে। সেই জয়কে উদ্দেশ্য করে শাকিব লেখেন, ‘‘আমার ছোট্ট জীবনে ভালোবাসা, সম্মান, সম্মাননা সবকিছু পেয়েছি। সেসব ছাপিয়ে এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় অর্জন তুমি- আমার ‘জয়’ বাবা। ইনশাআল্লাহ, একদিন তুমি আমার চেয়েও সফল এবং অনেক ভালো একজন মানুষ হবে। ছাড়িয়ে যাবে বাবার স্বপ্নের সকল সীমানাকেও। তোমার চলার পথে বাবা আমৃত্যু ছায়া হয়ে পাশে থাকবে, যেমনটা এখনও আছে।’
তার লেখায় কিছুটা দু:খবোধ পরিলক্ষিত হয়। তিনি লেখেন,, ‘এক চরম বাস্তবতার কারণে হয়তো তুমি আমি সবসময় এক ছাদের নিচে থাকতে পারছি না, কিন্তু আমরা ঠিকই আছি ভালোবাসা আর সুরক্ষার ছায়ায় ও মায়ায়। তোমাকে আমি সবসময় এবং আজীবন ভালোবাসি বাবা।’
এবার জয়ের জন্মদিনকে ঘিরে বড় কোনও আনুষ্ঠানিকতা না করার কারণ জানালেন মা অপু বিশ্বাস। তিনি জানান, আব্রাম খান জয়ের নানি অর্থাৎ অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মারা গেছেন গত ১৮ সেপ্টেম্বর। মূলত তিনিই সবসময় আব্রামের জন্মদিনের আয়োজন করতেন। মাকে হারানোর শোকে এবার জন্মদিনের কোনও আয়োজন রাখা হয়নি।
অপু বিশ্বাস বলেন, জয়ের দিদার একটাই স্বপ্ন ছিল, তার নাতি যেন মানুষের মতো মানুষ হয়। বাকি জীবন আমি সেই চেষ্টাটাই করবো।’
উল্লেখ্য, ২০১৭ সালের ১০ এপ্রিল দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থেকে বের হয়ে এসে একটি টিভি চ্যানেলে ছেলে জয়কে নিয়ে হাজির হন অপু বিশ্বাস। এ সময় থেকেই আব্রাম খান জয় বাবা মায়ের সঙ্গে তারকাখ্যাতি পেতে শুরু করেন। তার জন্মদিন থেকে শুরু করে যে কোন আয়োজনে মিডিয়ার মধ্যমনিতে পরিণত হন জয়।
জানা গেছে, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জয় জন্মগ্রহণ করেন। এর আগে শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন।