করোনা নেগেটিভ হয়ে মারা গেলেন প্রযোজক-পরিচালক শরীফ উদ্দিন খান দিপু
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
করোনা পজেটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু পরে করোনা নেগেটিভ হয়েছেন। তেমন কোন লক্ষণ না থাকলেও ফুসফুসের সমস্যা দেখা দিয়েছে। করোনা নেগেটিভ হলেও অবশেষে মারা গেলেন। তিনি চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক শরীফ উদ্দিন খান দিপু।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই চলচ্চিত্র ব্যক্তিত্ব। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
শরীফ উদ্দিন খান দীপুর ম্যানেজার বাবু তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। তিনি চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ফিল্ম ক্লাবের সাবেক সভাপতি ছিলেন।
এই প্রযোজক-পরিচালকের মৃত্যুতে কালচারাল ইয়ার্ড পরিবার গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
জানা যায়, শরীফ উদ্দিন খান দিপু দুই সপ্তাহ আগে করোনা নিয়ে হাসপাতাল ভর্তি হন৷ এর কয়দিন পর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। শরীরে তেমন কোনো বড় ধরনের রোগ ছিল না তাঁর। করোনার লক্ষণও তেমন ছিলো না। কিন্তু করোনা মুক্ত হওয়ার পর ফুসফুসে সমস্যা দেখা দেয় বলে জানা যায়।
শরীফ উদ্দিন খান দিপু একজন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক। ঢাকায় তার মালিকানাধীন দু’টি সিনেমা হল ছিলো। ২২ টির মতো ছবি প্রযোজনা করেছেন তিনি। এগুলোর মধ্যে রয়েছে দেশ দরদী, কালপুরুষ, অ্যাকশন জেসমিন, হিরা আমার নাম, আমি গুন্ডা আমি মাস্তান, কোটি টাকার প্রেম ও বাবা নাম্বার ওয়ান অন্যতম।