‘কর্পোরেট’ নামের একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হলেন অভিনেতা তাসকিন রহমান ও অভিনেত্রী আঁচল। ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। রবিবার (২৫ অক্টোবর) বিকালে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের সঙ্গে এ ফিল্মে চুক্তিবদ্ধ হলেন পরিচালক ফরিদুল হাসান, নায়ক তাসকিন রহমান ও নায়িকা আঁচল আঁখি।
শীঘ্রই ‘কর্পোরেট’ ওয়েব ফিল্মের শ্যুটিং শুরু হবে বলে জানিয়েছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। তিনি জানান, আন্তর্জাতিক অঙ্গনে এখন ভালো ভালো ওয়েব ফিল্ম নির্মাণ হচ্ছে। করোনার এই সময়ে আমি অনেক ওয়েব ফিল্ম দেখেছি, অনেক বিচার-বিশ্লেষণের সুযোগ হয়েছে। আরটিভি ইতোমধ্যে বেশ কয়েকটি ওয়েব ফিল্ম হাতে নিয়েছে।
সবগুলো কাজই ভালো হবে বলে আশাবাদী তিনি আরও বলেন, ভালো গল্প হলে এই কাজ আরও এগিয়ে যাবে।
ভালো একটি গল্পে কাজ করার সুযোগ পাওয়ায় আরটিভিকে ধন্যবাদ জানিয়ে এ ছবির নায়িকা আঁচল আঁখি বলেন, আমাকে ভালো গল্পে কাজ করার সুযোগ করে দেওয়াতে আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যে ধরণের বাছাই করা গল্পে কাজ করি, সেরকম একটি গল্পে এই ওয়েব ফিল্ম নির্মিত হবে।
চুক্তিবদ্ধ অনুষ্ঠানে আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, প্রশাসন বিভাগের উপ-প্রধান মোহাম্মদ মাসুদুল আমিন, উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খান ও এ ছবির লেখক ফেরারি ফরহাদ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন এ ছবির সাথে যুক্ত কলাকুশলীরা।