নিজস্ব প্রতিবেদক :
প্রখ্যাত সিনেমাটোগ্রাফার মাহফুজুর রহমান খানের প্রয়াণ দিবস আজ। ২০১৯ সালের ৬ ডিসেম্বর ৭০ বছরে বয়সে তিনি মারা যান। ঢালিউডের অসংখ্য কালজয়ী সিনেমার চিত্রগ্রাহক ছিলেন তিনি।
হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন, আগুনের পরশমনি, ঘেটুপুত্র কমলা ও সুচন্দার হাজার বছর ধরে’র মতো সিনেমায় তিনি চিত্রগ্রহণ করেন।
এই দিনে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা।
জানা গেছে, মাহফুজুর রহমান খান ২০০১ সালে স্ত্রী ড. নিরাফাত আলম শিপ্রা মারা যাওয়ার পর থেকে ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন। ২০১৯ সালের আজকের এই দিনে তিনি পরপারে পারি জমান।
১৯৪৯ সালের ১৯ মে পুরান ঢাকার হেকিম হাবিবুর রহমান রোডের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মাহফুজুর রহমান খান। স্কুলে পড়ার সময়েই চিত্রগ্রহণে আগ্রহী হয়ে ওঠেন। বাবার ক্যামেরা দিয়ে ছবি তুলে চিত্রগ্রহণে হাতেখড়ি।
প্রখ্যাত চিত্রপরিচালক জহির রায়হানের ‘লেট দেয়ার বি লাইট’ ছবির সেটে গিয়েছিলেন চিত্রগ্রহণ শিখতে। রফিকুল বারী চৌধুরী ও আবদুল লতিফ বাচ্চুর কাছ থেকে তিনি চিত্রগ্রহণে দীক্ষা গ্রহণ করেন।
মাহফুজুর রহমান খান ছিলেন এক পেশাদার সিনেমাটোগ্রাফার। তবে বেশ কয়েকটি চলচ্চিত্রে তাকে নায়ক হিসেবে দেখা গেছে। এর মধ্যে ‘দাবি’ ও ‘চল ঘর বাঁধি’ অন্যতম।
১৯৭২ সালে তিনি প্রথম চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকদের মত চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেছেন।
সিনেমাটোগ্রাফিতে তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। আটবার বাচসাস পুরস্কার ও একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।
তাঁর চিত্রগ্রহণে নির্মিত উল্লেখযোগ্য ছবিগুলো হলো- আনন্দ অশ্রু, হাজার বছর ধরে, শ্রাবণ মেঘের দিন, আগুনের পরশমনি, ঘেটুপুত্র কমলা ইত্যাদি।