ভারত ও বাংলার বর্ষিয়াণ চলচ্চিত্র অভিনেতা ‘মিঠুন চক্রবর্তী’। যিনি দুই বাংলার মানুষের কাছে মহাগুরু। হঠাৎ শুটিং সেটে অসুস্থ হয়ে পড়লেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, মিঠুন চক্রবর্তী ভারতের মুসৌরিতে বিবেক অগ্নিহোত্রী নির্মিতব্য ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর শ্যুটিংয়ে ছিলেন। শুটিং করতে করতে হঠাৎই অভিনেতার পেটে সংক্রমণ হয়। পেটের যন্ত্রনায় সোজা হয়ে দাঁড়াতে পারছেন না তিনি। অগত্যা শুটিং বন্ধ করে দিতে হয়।
এ বিষয়ে সিনেমাটির পরিচালক বিবেক জানান, মুসৌরিতে একটি বড় দৃশ্যের শ্যুট চলছিল। কাজে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য মহাগুরু অসুস্থ অবস্থাতেই শ্যুটিং চালিয়ে যাচ্ছিলেন। যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না প্রবীণ অভিনেতা। তবুও তিনি একটার পর একটা দৃশ্যে নিখুঁত শট দিচ্ছিলেন। একবারের জন্যও বোঝা যাচ্ছিল না, তিনি অসুস্থ।
বিবেক বলেন, উল্টে সমানে জানতে চাইছিলেন, কাজে কোনও সমস্যা বা খামতি থাকছে না তো? এই প্রজন্মের কোনও অভিনেতার মধ্যে কাজের প্রতি এত নিষ্ঠা, ভালবাসা দেখেননি। মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা যে কোনও ছবির সম্পদ বলে মনে করেন পরিচালক বিবেক। ২০২১ সালেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
কাশ্মীরী হিন্দুদের দুর্দশার কথা তুলে ধরা হবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমায়। এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বলিউড স্টার অনুপম খের।