কালচারাল ইয়ার্ড ডেস্ক :
সঙ্গীত ও অভিনয় জগতের জনপ্রিয় শিল্পী খান আসিফুর রহমান আগুন। যিনি আগুন নামে আশির দশক থেকে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। জনপ্রিয় এই শিল্পীর জন্মদিন আজ। জীবনের অর্ধশতক পেরিয়েছেন তিনি।
বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার মরহুম খান আতাউর রহমানের ছেলে আগুনের জন্ম ১৯৭১ সালের ৯ ফেব্রুয়ারি। কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে এই শিল্পীর জন্মদিনে শুভেচ্ছা।
১৯৮৮ সালে ‘সাডেন’ ব্যান্ডের ভোকাল হিসেবে সঙ্গীতজীবন শুরু করেন। আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয় তাঁর সঙ্গীত জীবনের সবচেয়ে জনপ্রিয় গান। এরকম অসংখ্য শ্রোতাপ্রিয় গান গেয়েছেন তিনি। ওগো প্রেয়সী, কি যে কান্না পেয়েছিল,কাঁচের দেয়াল তাঁর জনপ্রিয় গানের অ্যালবাম।
১৯৯২ সালে নির্মিত সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় প্লেব্যাকের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। এই সিনেমায় একই সঙ্গে অভিনয়ে অভিষেক হয় বাংলা সিনেমার সুপারস্টার চিত্রনায়ক সালমান শাহ’র। তারা দু’জনের জন্মও একই বছর।
আগুন কেয়ামত থেকে কেয়ামত, অন্ধ প্রেম, তুমি আমার, প্রেমযুদ্ধ, সুজন সখি, অন্তরে অন্তরে,বিক্ষোভ, মহামিলন, দেনমোহর, আশা ভালোবাসা, মায়ের অধিকার, জীবন সংসার, স্বপ্নের পৃথিবী,সত্যের মৃত্যু নেই, চাওয়া থেকে পাওয়া, বিচার হবে, আনন্দ অশ্রু, আম্মাজানসহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন।
১৯৯৭ সালের পিতা খান আতাউর রহমান পরিচালিত সিনেমা এখনো অনেক রাত’র মাধ্যমে সিনেমায় অভিনয় শুরু করেন। এরপর তিনি ঘেটুপুত্র কমলা, ৭১ এর মা জননী, অমি ও আইস্ক্রিমঅলা সিনেমায় অভিনয় করেন।
আরও পড়ুন : আগুনের কন্ঠে বন্ধু সালমান শাহ’র সিনেমা
‘এখনো অনেক রাত’ এবং ‘ও আমার জন্মভূমি’ চলচ্চিত্র গান গাওয়ার জন্য বাচসাস পুরস্কার লাভ করেন আগুন।