১০ জুন আসছে রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
আগামী ১০ জুন ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে বর্তমান সময়ের আলোচিত পরিচালক রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’। ঢাকা শহরের অন্ধকার অধ্যায়ের ৫টি গল্প নিয়ে ৫টি ফিল্ম দেখানো হবে এ সিরিজে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেইলর। যা সিনেমাপ্রেমীদের মনে আলোড়ন সৃষ্টি করেছে।
শনিবার (২৩ মে) প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেইলর। ট্রেইলরে প্রকাশ পায় প্রাণের শহর, স্বপ্নের শহর ঢাকার নানা অন্ধকার অধ্যায়ের চিত্র। ঢাকা শহরের বিচ্ছিন্ন কিছু গল্প উঠে এসেছে তাতে। নানা ঘাত প্রতিঘাত, ফেঁসে যাওয়া কিংবা প্রতারিত হওয়ার গল্পের মিশ্রন চোখে পড়েছে।
ট্রেইলরে জানানো হয় আগামী ১০ জুন ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্মটি। এই সিরিজের নির্মাতা রায়হান রাফী জানিয়েছিলেন, পাঁচটি গল্প নিয়ে ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।
ছবিটির ক্যামেরায় ছিলেন রাজু রাজ, এডিট এন্ড কালার করেছেন সিমিট রায় অন্তর ও সাউন্ড ডিজাইন করেছেন আরাফাক কৃতি। ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন শেখ আজিজুর রহমান।