কালচারাল ইয়ার্ড ডেস্ক :
গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে যে, আবারও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করবেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এবার সকল খবরকে মিথ্যা প্রমাণিত করে জানা গেলো, শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিবেন না শাকিব খান।
আগামী অক্টোবরে শেষ হচ্ছে শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ। ফলে ফের সরগরম হয়ে উঠেছে চলচ্চিত্র পাড়া। শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তৈরি হচ্ছে বিভিন্ন প্যানেল।
সেই জল্পনা-কল্পনায় নতুন মাত্রা যোগ করেছে শাকিব খানের আবার নির্বাচনের খবর। চিত্রনায়িকা নিপুনকে নিয়ে প্যানেল করছেন তিনি। তবে নির্বাচন করার খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে জানালেন কিং খান। জানলেন, শিল্পী সমিতির কোনো নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি।
আরও পড়ুন : বাংলা চলচ্চিত্রে শাকিব খানের ২২ বছর
এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আরও আগে নিপুণ আমাকে বলেছিল রিয়াজ ভাইদের নিয়ে আমাকে রেখে নির্বাচন করতে চায়। কিন্তু তখনই আমি না করে দিয়েছিলাম। বলেছিলাম, নির্বাচন করলে পরপর দুবার নির্বাচিত হওয়ার পর তৃতীয়বারও করতাম। স্বেচ্ছায় যেহেতু সরে এসেছি, আর এসবে নিজেকে জড়াতে চাই না।’
তিনি বলেন, ‘সমিতি নিয়ে মাতামাতি ও নির্বাচন করলে ইন্ডাস্ট্রি কোনোভাবেই আগাবে না। ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে ভালো ভালো কাজ করতে হবে।’
শাকিব খানের আরও খবর
⇒ বীরশ্রেষ্ঠদের নিয়ে সিনেমা, থাকছেন শাকিব খান
⇒ শাকিব খানকে নিয়ে জাকির হোসেন রাজুর সিনেমা
ভালো কাজের জন্য চেষ্টা মূখ্য, সমিতি বা নির্বাচন নয়- এমনটাই মনে করেন জনপ্রিয় এই চিত্রনায়ক।