নিরব-বুবলি-রোশানের ‘চোখ’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
ধীরে ধীরে খুলতে শুরু করেছে প্রেক্ষাগৃহ। আসছে নতুন সিনেমা। এবার সেই কাতারে যোগ দিলো আসিফ ইকবাল জুয়েলের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘চোখ’। ঘোষণা করা হয়েছে সিনেমাটির মুক্তির তারিখ।
আগামী ১ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘চোখ’। ইতোমধ্যেই সিনেমাটি পেয়েছে সেন্সর সনদ। সিনেবাজ’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এর টিজার।
পরিচালক আসিফ ইকবাল জুয়েল বলেন, সিনেমাটি অনেক আগেই ছাড়পত্র পেয়েছে। তবে বাবার করোনার কারণে এতদিন জানানো হয়নি৷ সবচেয়ে ভালো লাগছে ২ ঘণ্টা ২০ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি আনকার্ট সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এটা আমার প্রথম সিনেমা। তাই অনুভূতিটা সত্যিই অন্যরকম। টিমের সবাইকে ধন্যবাদ।
রোমান্টিক থ্রিলার ও ভৌতিক গল্পের মিশ্রণে নির্মিত এ ছবির গল্পে দেখা যাবে, ধনি পরিবারের এক ছেলে সড়ক দুর্ঘটনায় তার দুই চোখ হারান। চিকিৎসায় নতুন চোখ লাগানো হয়। নতুন চোখ নিয়ে ঘটতে থাকে নানা অদ্ভুত সব ঘটনা।
শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমাটির চিত্রনাট্য করেছেন অনামিকা মন্ডল। এতে মূখ্য চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা শবনম বুবলি, চিত্রনায়ক নিরব ও জিয়াউল রোশান। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জাহিদ ইসলাম, দিপক কর্মকার, আবির, আয়শা আমিনসহ আরও অনেকেই।
এরআগে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ চলচ্চিত্রে নিরব-বুবলি জুটি হয়ে অভিনয় করেন। বর্তমানে ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।