একে অপরের সাথে কাজ করতে আপত্তি নেই অপু বিশ্বাস ও বুবলির
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
এতদিন ধরে নানা জল্পনা-কল্পনা থাকলে এবার জানা গেলো আসল কথা। একে অপরের সাথে কাজ করতে আপত্তি নেই অপু বিশ্বাস ও বুবলির। সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি পরিস্কার করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই দুই চিত্রনায়িকা।
চলচ্চিত্র পাড়ায় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির মধ্যে এক ধরনের অভ্যন্তরীণ রেষারেশির কথা শোনা যায়। একই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে কাজ করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নায়িকা বুবলি বলেছেন, ‘অবশ্যই কাজ করব, কেন করব না? যখন আমরা শিল্পীরা একসঙ্গে কাজ করি তখন আমাদের মধ্যে এমন কোনও বিষয় থাকে না। বাইরে থেকে মানুষ অনেক কিছু চিন্তা করে। আমাদের কিন্তু দেখাও হয় না। রেষারেশি আসলে কিছু না। আমার কাছে ভালো গল্প এবং নির্মাতা হলে সবার সঙ্গেই কাজ করবো।’
তিনি আরও বলেন, ‘অনেকই ভেবেছিলো, আমি শাকিব খানের বাহিরে আমি অন্য কোন নায়কের সাথে অভিনয় করবো না। কিন্তু এখন আমি শাকিব খানের বাহিরেও কাজ করছি।’
এদিকে একই অভিব্যক্তি প্রকাশ করেছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তিনি বলেছেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে ঝামেলা ছিলো। সেটাও শুধু শাকিব খানের সাথে। এর বাইরে কারো সাথে আমার কোনো ঝামেলা নেই। এমনকি আমি পেশাদার জীবনে ক্লিন। যেহেতু আমি পেশাদার শিল্পী, তাই কাজের ক্ষেত্রে কারো সাথে কাজ করতে আপত্তি নেই।’
অপু বিশ্বাস আরও বলেছেন, ‘পেশাগত জীবনে আমার কাছে সবাই সমান। প্রত্যেক নায়িকাই আমার সহশিল্পী। কাউকে আলাদাভাবে দেখি না। সবাইকে সম্মান করি। কাজের জায়গায় আমি সবসময় ফেয়ার। তাই তাদের সাথে কাজ করতে আপত্তি নেই। আমি মনে করি, ভালো কাজ ও গল্পের প্রয়োজনে সবার সাথে কাজ করাই বেটার।’