দীর্ঘদিন পর চটুল গান গাইলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর । শনিবার রাত সাড়ে নয়টা দিকে তার নিজস্ব ভেরিফাইড ফ্যান পেইজে এক স্টাট্যাসের মাধ্যমে এই তথ্য জানান তিনি।
গানটির শিরোনাম ‘মডার্ন মেয়ে’। গীতিকার প্রসেনজিৎ মন্ডল। রাফি মোহাম্মদ রাফির কম্পোজিশানে গানটির সুর করেছেন মুহাম্মদ মিলন।
এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘অনেকদিন পর আজ একটা চটুল গান গাইলাম প্রিয় মুহাম্মদ মিলনের সুরে। ওর যে কোন সুরই আমার ভালো লাগে। গানটি লিখেছেন আমেরিকা প্রবাসী গীতিকার প্রসেনজিৎ মন্ডল। উনার কিছু গান গেয়েছি আগে। এই প্রথম তাঁর উপস্থিতিতে গাইলাম ফানি গান – মডার্ন মেয়ে।’
বর্তমানে বিভিন্ন ঘরানার গান গাইছেন আসিফ আকবর। গান নিয়ে নিয়মিত ব্যস্ত সময় পার করা শিল্পীদের মধ্যে তিনি প্রথম সারিতে রয়েছেন। দেশের বিভিন্ন সুরকারদের পাশাপাশি ওপার বাংলা কিংবা বলিউডের সুরকারদের গানও গাইছেন তিনি।