কালচারাল ইয়ার্ড ডেস্ক:
নেট দুনিয়ায় সাড়া ফেলেছে এসডি সাগরের সঙ্গীতে খায়রুল ওয়াসীর কথা ও সুরে ‘চোখ লাল কিসে’-গানটি। গানটিতে খায়রুল ওয়াসী, এসডি সাগর, রাজু মন্ডল, কামরুজ্জামান রাব্বি ও এম আর মানিক কণ্ঠ দিয়েছেন। গানটির ভিডিও সঙ্গীত ইউটিউব ও সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। জ্যোৎস্না লোক (জেএল) মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর থেকে কয়েক লাভ ভিউ ছড়িয়েছে গানটি।
সাইফুল ইসলাম রাফি, রাহমান আয়াত, যুথো খান, জয় সরকার বাপ্পী, জয়ন এলেক্স রয়সহ কন্ঠশিল্পীরাও এ মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। চমৎকার গায়কী, সঙ্গীত ও চিত্রায়ণের মিশেলে ভিডিওটি ব্যপক প্রশংসা কুড়িয়েছে এরই মধ্যে।
সঙ্গীতিশিল্পী খায়রুল ওয়াসী ও শিল্পী এসডি সাগর গানটির ব্যপক ভিউ হওয়ায় উচ্ছ্বসিত। তারা শ্রোতাদের প্রতি এই গানটি দেখার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। খায়রুল ওয়াসী গানটি ভাইরাল হওয়ায় উচ্ছাসে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে লিখেছেন- আনন্দে সবার চোখ সাদা হয়ে যাক। শুভকামনা।
এসডি সাগর বিএসসি ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রো ম্যাকানিকাল) স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি গান নিয়েই কাজ করেন। গানই তাঁর পেশা ও নেশা।
অন্যদিকে সঙ্গীতশিল্পী খায়রুল ওয়াসী হালে ব্যপক জনপ্রিয় একজন সুরকার ও শিল্পী। তিনি ফোক ঘরানার গানের জন্য ব্যপক জনপ্রিয়।
ছোটবেলা থেকেই গানকেই ধ্যান জ্ঞান করে নিয়েছেন খায়রুল। চ্যানেল আই বাংলার গান ২০১৫-২০১৬ রিয়্যালিটি শো’র মাধ্যমে তিনি পরিচিতি পান। এই প্রতিযোগিতায় তিনি ফার্স্ট রানারআপ হয়েছিলেন। তিনি বেশকিছু সিনেমায় প্লেব্যাক করেছেন। তিনি গান লিখেন, বের করেছেন বেশকিছু অ্যালবাম।
আরও পড়ুন: সঙ্গীত জগতকে সমৃদ্ধ করতে চাই: খায়রুল ওয়াসী