সানী জুবায়ের ধ্রুপদী ধারার সঙ্গীতের অন্যতম মেধাবী শিল্পী। তাঁর অনেকদিনের লালিত স্বপ্ন একটি সরকারি সঙ্গীত ইনস্টিটিউটের। তাঁর স্বপ্ন পূরণ হতে চলেছে বহুদিন পর। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে পেলেন সরকারি অনুমোদন। গত ৩০ নভেম্বর সরকারি অনুমোদন পায় দ্য রয়্যাল ইনস্টিটিউট অব মিউজিক বাংলাদেশ। পাশ্চাত্য সংগীত ও উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মেলবন্ধন ঘটিয়ে শিক্ষা দেয়া উদ্দেশ্য তাঁর। তিনি জানান, এই প্রতিষ্ঠানে যারা সঙ্গীত শিখতে আগ্রহী তারা যেকোনো বয়সেই শিক্ষা নিতে পারবেন। বয়সের কোনো বাধা ধরা নিয়ম নেই।
তাঁর এই উদ্যোগ সফলতা পাওয়ায় শিল্পকলা একাডেমিতে তিনি আয়োজন করেন একক সঙ্গীতনুষ্ঠান। অনুষ্ঠানে তিনি ‘দ্য রয়্যাল ইনস্টিটিউট অব মিউজিক বাংলাদেশ’-এর এগারোজন ট্রাস্টিকে উপস্থিত দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেন। টাস্ট্রিদের সাথে এসময় শুভেচ্ছা বক্তব্য দিতে মঞ্চে ওঠেন সিরিজের সত্ত্বাধিকারী খালেদ। বাংলাদেশে এই প্রতিষ্ঠানটি অদূর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তব্যে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমন আনুষ্ঠানিকতার পরেই শুরু হয় গানের আয়োজন। লাইট, সেট সবকিছুর পরিবর্তন। যেহেতু পাশ্চাত্যের সাথে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মেলবন্ধন ঘটনানোই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য, ফলে সানী জোবায়েরের গানের আয়োজনেও সে বিষয়টি লক্ষ্য করা গেছে। যেমন, তারসঙ্গে যারা যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন তাদের মধ্যে একজন বসেছিলেন কিবোর্ড নিয়ে, একজন মন্দিরা হাতে, তবলা হাতে আরেক জন, হারমোনিয়াম নিয়ে বসেছেন একজন, গিটার, বেইজ গিটার হাতে আরো দু’জন। আর নিজে বসেছেন আরও একটি হারমোনিয়াম নিয়ে।
গান গাওয়ার আগে জানালেন নিজের মধ্যে লুকানো অব্যক্ত কিছু কথা। বললেন, আজকের গানগুলো হবে আনন্দ ও বেদনার মিশ্রিত রূপ। আনন্দ এই জন্য যে, দীর্ঘদিনের স্বপ্ন ছিলো তিনি একটি মিউজিক ইনস্টিটিউট করবেন, যা অবশেষে সফলতার মুখ দেখলো। আর বেদনা এইজন্য যে, এই অনুষ্ঠানটি তিনি উৎসর্গ করেছেন দু’জন হারিয়ে যাওয়া বন্ধু কাজী আশিক জহির ও রিকার্ড নেইরুদ। যাদের বিশেষ ভূমিকা আছে তার শিল্পী জীবনে।
হারিয়ে যাওয়া দুই বন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে সানী জোবায়ের শুরু করেন তার গান। শুরুতেই কাশ্মিরী সঙ্গীত। ভরাট গলায় মাতিয়ে দেন উপস্থিত দর্শকদের। পাশ্চাত্য আর ভারতীয় যন্ত্রযোগে অন্যরকম আবেশ তৈরি হয় গোটা নাট্যশালার মঞ্চে। মধ্য বয়স্ক কয়েকজনকে গানের সাথে সাথে পরম তৃপ্তিতে মাথা দোলাতে দেখা গেল। এরপর একে একে গাইলেন ঠুমরি থেকে শুরু করে ভারতীয় বিভিন্ন জনপ্রিয় রাগ সঙ্গীত। বাংলা গানও গাইলেন বেশ কয়েকটা। কাটে না বিরহ রাতে গাওয়ার আগে নিজের ওস্তাদের সঙ্গে মজার মজার অভিজ্ঞতার কথাও শেয়ার করলেন।