নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট মাসব্যাপী অভিনয় কোর্স চালু করেছে। চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয়ে ক্যারিয়ার গড়তে চাইলে পূর্ণকালীন এ কোর্সে আবেদনের সুযোগ রয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ কোর্সে ভর্তির আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। বাছাই পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে অনার্স ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে। আবেদনপত্র অনলাইনে www.bcti.gov.bd অথবা অনলাইন থেকে ডাউনলোড করে সরাসরি বা ডাকযোগে প্রেরণ করা যাবে।
কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৫০০০ টাকা। ক্লাস শুরু হবে ২৬ ফেব্রুয়ারি। আবেদনকারীকে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব ও চারিত্রিক সনদের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে দিতে হবে।
সকাল ১০টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত সপ্তাহে ৫দিন ক্লাস হবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ।
অ্যাকটিং মেথড, ওভার অ্যাকটিং, আন্ডার অ্যাকটিং, অভিনয়-সঙ্গীত, স্বর সাধনা, অভিনয় ও সাহিত্য, নন্দন-তত্ত্ব, চিত্রনাট্য লিখন, রুপসজ্জা, অভিনয় ও পোশাক, অভিনয় ও দেহের ভাষা, চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয়, অভিনয়ে কারিগরি জ্ঞান, প্রমিত উচ্চারণ প্রভৃতি বিষয়ে শিক্ষাদান করা হবে। অভিনয় বিষয়ে পারদর্শী দেশের বরেণ্য শিক্ষকমন্ডলী পাঠদান করবেন। বিস্তারিত জানার জন্য ০১৭১৩০১৪১৮০ এই নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।