প্রায় নয় বছর পর জনপ্রিয় চলচ্চিত্র ‘মনপুরা’র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করছেন তাঁর দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’। ছবিটির মুক্তি নিয়ে অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণাও শুরু করেছেন তিনি। সোমবার প্রিভিউ কমিটি ছবিটি দেখার পর এখন অপেক্ষা সেন্সর ছাড়পত্রের।
এফডিসিতে প্রিভিউ কমিটির সদস্যরা ছবিটির দেখেন। এখন সেন্সর বোর্ডে ছবিটি দেখানো হবে। সেখানে অনুমোদন পেলেই খুব শীঘ্রই ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তিনি বলেন, মনে হচ্ছে প্রিভিউ কমিটি ছবিটি পছন্দ করেছেন। এখন অনুমতি পত্র পেলেই কাল বা পরশু সেন্সর বোর্ডে দিয়ে দিবো। আর সেন্সর ছাড়পত্র হাতে পেলে আশা করছি শিগগির ছবির মুক্তির তারিখও জানিয়ে দিবো।
যৌথ প্রযোজনার ‘স্বপ্নজাল’ বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশনস ও ভারত থেকে বেঙ্গল বারতা প্রযোজনা করছে। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। এছাড়া অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। ইতোমধ্যে এর ট্রেইলর সামাজিক মাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে।