দেশের প্রথম সারির নাট্যদল ‘থিয়েটার আর্ট ইউনিট’ কর্মশালার মাধ্যমে নাট্যকর্মী নিচ্ছে। দলটির নিয়মিত নাট্যচর্চায় উদ্যমী তরুণদের সম্পৃক্ত করতেই প্রতিবছর নতুন নাট্যকর্মী কর্মশালার মাধ্যমে দলে যুক্ত করা হয়।
শিল্পকলা একাডেমির মাঠে অবস্থিত কফি হাউজ, চিলেকোঠা, থিয়েটার কর্ণার, বেইলি রোডের নাটক সরণি, শাহবাগের ৩৯ আজিজ সুপার মার্কেটের বিদিতে পাওয়া যাচ্ছে আবেদনপত্র। এছাড়া তাদের সাথে যোগাযোগ করার জন্য ০১৭৮২৮৪৭৬৪৪ ০১৭১৬১৪২১৬২ নাম্বার ব্যবহার করতে বলা হয়েছে।
আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা এবং জমা দেয়া যাবে। ১৭ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত প্রতি বৃহস্পতি, শুক্র ও শনি চলবে কর্মশালা।