নিজস্ব প্রতিবেদক:
বাংলা ভাষার প্রমিত উচ্চারণ ও শুদ্ধ আবৃত্তি চর্চা প্রতিষ্ঠান ‘আবৃত্তি একাডেমি’র ৩১তম আবর্তন তথা সার্টিফিকেট কোর্স শুরু হতে যাচ্ছে আগামী ২ মার্চ। আবৃত্তিকর্মী সংগ্রহের প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলা ভাষার প্রমিত উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, সংবাদ পাঠ ও আবৃত্তি বিষয়ক এই কোর্সের আয়োজন করছে ‘উচ্চারিত প্রতিটি কথা হোক শিল্প’ স্লোগানকে ধারণ করা এই সংগঠনটি। এমনটাই জানিয়েছেন প্রশিক্ষণ অধিকর্তা মাহবুবুর রহমান।
তিনি জানান, আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মেইন গেটে আবেদন ফরম পাওয়া যাবে। সাক্ষাৎকার হবে ২৩ ফেব্রুয়ারি। ২ মার্চ থেকে প্রতি শুক্রবার বিকাল ৩টায় ডাকসুর ক্যাফেটেরিয়া এবং শিল্পকলায় ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। আর চার মাসব্যাপী এই কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে আটশত টাকা।
কারা প্রশিক্ষণ দিবেন জানতে চাইলে মাহবুবুর রহমান জানান, দেশের প্রথিতযশা ভাষা ও উচ্চারণবিদরা এখানে ক্লাস নিবেন। তারা হলেন- অধ্যাপক নিরঞ্জন অধিকারী, ড. সৌমিত্র শেখর, মীর বরকত, গোলাম সারোয়ার, রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালী লীনা, মজুমদার জুয়েল, মৃন্ময় মিজান, মাসুদ আহম্মেদ, কামরুল ইসলাম জুয়েল এবং মোরশেদ আলম।
ক্লাসের বিষয়গুলো হচ্ছে, আইস ব্রেকিং, বাকজড়তা মুক্তি, ব্রিদিং, স্বর প্রক্ষেপণ, উচ্চারণের কৌশল, ছন্দ ও তাল, ভাব ও রস, উপস্থাপনা শৈলী, নিউজ রিপোর্টিং, টেলিভিশন সাংবাদিকতা, সংবাদ পাঠ, কবিতা নির্মাণ এবং আবৃত্তি অনুশীলন।