নিজস্ব প্রতিবেদক:
তৃতীয় লিঙ্গের মানুষের সুখ-দুঃখের কথা নিয়ে তৈরি মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘শিখন্ডীকথা’র ১৭১তম মঞ্চায়ন হবে আগামী ২০ ফেব্রুয়ারি। শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এটি মঞ্চায়িত হবে বলে জানিয়েছেন দলপ্রধান মীর জাহিদ হাসান।
মহাকাল নাট্য সম্প্রদায়ের একটি গবেষণা নাটক ‘শিখণ্ডীকথা’। আনন জামানের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন ড. রশীদ হারুন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মীর জাহিদ হাসান, আনন জামান, পলি বিশ্বাস, উৎপল চক্রবর্তী, সামিউল জীবন, হাবিবুর রহমান, মো. শাহনেওয়াজ, সৈয়দ ফেরদৌস ইকরাম, কামরুজ্জামান সবুজ, সৈয়দ লুৎফর রহমান, ইকবাল চৌধুরী, বিথুন আহমেদ, সাথী, তৌহিদুর রহমান, সামসুল আলম, রাসেল আহমেদ, রিফাত হোসেন, আসাদুজ্জামান রাফিন, রাজিব হোসেন, কানিজ ফাতেমা, আশরা ও আরাফাত।
‘শিখন্ডীকথা’র এক দৃশ্যে অভিনেতা সামিউল জীবন
হিজলতলী গ্রামে বাড়ি রমজেদ মোল্লার। তার পরিবারে জন্ম হয় রতন মোল্লার। কিন্তু বয়ঃসন্ধিকালে দেখা যায়, সে অংশত নারী, অংশত পুরুষ। তারপর জীবনের সব স্বাভাবিকতা বিনষ্ট হয়ে জন্মের এক ভীষণ যন্ত্রণা সহস্রমুখো দানবের মতো জীবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তাড়িয়ে বেড়ায় তাকে। হিজরা সম্প্রদায়ের এমন কাহিনী নিয়েই ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর প্রথম মঞ্চে আসে নাটকটি।
২০০৬ সালে মহিলা সমিতির মঞ্চে ৫০তম প্রদর্শনী হয়। ২০১০ সালে জাতীয় নাট্যশালার মূল হলে শততম মঞ্চায়ন হয়। প্রযোজনাটি ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যেও প্রদর্শিত হয়েছে। পেয়েছে ব্যাপক প্রশংসা।