‘আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়’ এ স্লোগানে আগামী ১৬ ও ১৭ই মার্চ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ষষ্ঠবারের মতো ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব ২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, রবীন্দ্রসাধক প্রয়াত ওয়াহিদুল হকের জন্মদিন উপলক্ষে এ কর্মসূচি পালন করা হবে।
ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব ২০১৮ উদযাপনের জন্য ১২৪ জনের একটি উদযাপন কমিটি করা হয়েছে। কমিটির আহ্বায়ক গোলাম সারোয়ার বলেন, আমাদের প্রত্যাশা, কণ্ঠশীলন পরিবারের সদস্য হিসেবে উৎসবে তোমার উপস্থিতি আয়োজনকে সাফল্যমন্ডিত করবে। এক মান বাংলা প্রতিষ্ঠায় কন্ঠশীলন অবদান রাখবে। ২০০৮ সালের মার্চ মাসে ওয়াহিদুল হকের জন্মদিনকে ঘিরে সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলন প্রথমবারের মতো আয়োজন করে ‘ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব’। এরপর দুই বছর পরপর এই মিলনোৎসব করে আসছে কণ্ঠশীলন।
কণ্ঠশীলনের ১ম-৯০তম আবর্তনের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে সঙ্গীত, নাটক, আবৃত্তি অনুরাগী সংস্কৃতিকর্মীদের নিয়ে এ আয়োজনের সকল প্রস্তুতি নেয়া হচ্ছে। উৎসবে অংশগ্রহণের জন্য কণ্ঠশীলন আবর্তন উত্তীর্ণ শিক্ষার্থীদের ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন করার জন্য আহ্বান করা হয়েছে।
কণ্ঠশীলন কার্যালয়ে সরাসরি নিবন্ধন করা যাবে অথবা মোবাইলের মাধ্যমে নিবন্ধন: এসএমএস ও নিবন্ধন ফি পাঠানোর বিকাশ নম্বর-০১৯১২ ৫৭৩১৯৫। (নিবন্ধন ফি পাঠানোর পর এসএমএসের মাধ্যমে নাম, আবর্তন, মোবাইল নম্বর ও টাকা প্রেরণের বিকাশ নম্বর জানাতে হবে)। এছাড়া ওয়েবসাইটের (www.utsab.kanthoshilon.org) মাধ্যমে নিবন্ধন এবং ফেসবুকের (www.facebook.com/kanthoshilon) মাধ্যমে নিবন্ধন করা যাবে।