নিজস্ব প্রতিবেদক:
ভাগ্যতাড়িত এক বামপন্থী নেতা এবং সে সময়ের রাজনীতি, ইতিহাস ও সংস্কৃতিতে বামপন্থীদের অবদান নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল। ছবিটিতে তিরিশ দশকের স্বদেশী আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যাসহ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাসমূহ একজন বিপ্লবীর জীবনের প্রেক্ষিতে বর্ণিত হবে। দুই ঘন্টা দৈর্ঘ্যের ছবিটির নাম ‘রূপসা নদীর বাঁকে’।
ছবিটির কাহিনী গড়ে উঠেছে খুলনা জেলার রূপসা নদীর পারে কর্ণপাড়া গ্রামে এক ক্ষয়িষ্ণু সামন্ত পরিবারের মানবরতন মুখোপাধ্যায়কে ঘিরে। শৈশবে পিতৃহীন তরুণ মানব বৃটিশ আমলে অনুশীলন সমিতি ও পরে বামপন্থী আন্দোলনে যোগ দেন। কৃষক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার কারণে এলাকার সবার কাছে ক্রমে কমরেড মানবদা নামে পরিচিত ও সম্মানিত হয়ে ওঠেন। দরিদ্র নম:শুদ্র কৃষকেরা তাঁকে শ্রদ্ধাভরে ডাকত ‘কমরেড ঠাকুর’ বলে।
সাতচল্লিশের দেশভাগের পরে একে একে ভারতে চলে যেতে থাকে মানব মুখোপাধ্যায়ের আত্মীয়-স্বজন ও পুরনো সঙ্গীরা। কিন্তু মানব মুখোপাধ্যায় রয়ে যান তাঁর প্রিয় হিন্দু-মুসলমান দরিদ্র কৃষকদের মাঝে। পাকিস্তানী আমলের শত প্রতিকূলতার মাঝেও এদেশে থেকেই সমাজ প্রগতির পক্ষে কাজ করে যেতে থাকেন। ১৯৭১ সালে রাজাকাররা বৃদ্ধ মানব মুখোপাধ্যায়কে হত্যা করে।
‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রের আরও খবর :
⇒ রুপসা নদী বাঁকে’র প্রথম পর্বের শুটিং সম্পন্ন
⇒ তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’ সিনেমার শুটিং সম্পন্ন
চির অবিবাহিত মানব মুখোপাধ্যায়ের শৈশবে এক প্রেমিকা ছিল। ছিল এক অনুরক্তাও। কিন্তু দেশবিভাগের ডামাডোলের মাঝে হারিয়ে যায় তাঁর বাল্যপ্রেমিকা উর্মিমালা।
ছবিটির বিষয়ে লালসালুখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল বলেন, ছবিটির মোট বাজেট ছিয়ানব্বই লক্ষ টাকা। এর মধ্যে পঞ্চাশ লক্ষ টাকা বাংলাদেশ সরকার অনুদান হিসেবে প্রদান করছেন। যেহেতু এ ধরণের ছবির জন্যে আমরা কর্পোরেট পুঁজির দ্বারস্থ হতে চাই না, তাই বাকী ছেচল্লিশ লক্ষ টাকা গণ-অর্থায়ন বা ক্রাউড ফাইন্যান্সয়ের মাধ্যমে সংগ্রহ করার উদ্যোগ নেয়া হয়েছে।
ছবিটির চিত্রগ্রহণ করছেন মাহফুজুর রহমান খান, আবহসঙ্গীতে আছেন সৈয়দ সাবাব আলী আরজু, শিল্পনির্দেশনায় উত্তম গুহ, সম্পাদনায় মহাদেব শী, পোষাকে চিত্রলেখা গুহ, প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ, কার্য্যনির্বাহী প্রযোজক আদনান ইমতিয়াজ আহমেদ, লাইন প্রযোজক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সহকারী পরিচালনায় সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা, রানা মাসুদ, মতিউর সুমন।
অভিনয় করছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, চিত্রলেখা গুহ, কেরামত মওলা, ঝুনা চৌধুরী, আফজাল কবির, মাসুম বাশার, বৈশাখী ঘোষ, ইকবাল আহমেদসহ অনেকে।