নিজস্ব প্রতিবেদক:
ভাষা শহীদদের স্মরণে ও বাংলাদেশে প্রচলিত ভাষাসমূহের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করেছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। ‘সুস্থ চলচ্চিত্র সুস্থ দর্শক’ এই স্লোগানতে সামনে রেখে দীর্ঘ তিন দশক ধরে এ আয়োজন করছে তারা।
এরই ধারাবাহিকতায় এবারও ছয়দিনব্যাপী শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র’। এটি বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর সর্বপ্রথম কোন বৃহৎ আসর, যার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বর্ণোজ্জ্বল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্রকে তুলে ধরা হয় সাধারণ দর্শকের জন্য।
আজ সোমবার বিকাল সাড়ে তিনটায় এ উৎসবের উদ্বোধন করা হচ্ছে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকীর ডুব। আগামী শনিবার পর্যন্ত চলবে এই উৎসব। টিএসসি মিলনায়তনে এর আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনে প্রধান সহযোগী হিসেবে আছে সারাবাংলা.নেট।
ধারাবাহিক আয়োজনের ১৭তম এই আসরে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি চলবে পুরোনো দিনের বাংলাদেশী সিনেমার পোস্টার প্রদর্শনী, বাংলা চলচ্চিত্র বিষয়ক তথ্য উপস্থাপনা, প্রদর্শিত সিনেমা সমূহের কলাকুশলীদের সাথে মত বিনিময়সহ নানা আয়োজন।
চলচ্চিত্রের মধ্যে দেখানো হবে সত্যজিত রায়ের মহানগর, আলমগীর কবিরের সূর্যকন্যা, আকরাম খানের খাঁচা, সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত। দেখানো হচ্ছে ঋত্বিক ঘটকের যুক্তি তক্কো আর গপ্পো, আব্দুস সামাদের সূর্যগ্রহণ, বদরুল আনাম সৌদের গহীণ বালুচর, জয়দেব মুখার্জীর নবাব। জহির রায়হানের কাঁচের দেয়াল, শামীম আখতারের রীনা ব্রাউন, সৈয়দ সালাউদ্দিন জাকির ঘুড্ডি, ঋতুপর্ণ ঘোষের আবহমান, হারুনুর রশিদের মেঘের অনেক রং, খান আতাউর রহমানের সুজন সখি, হুমায়ূন আহমেদের শ্যমল ছায়া, ফাখরুল আরেফিন খানের ভুবন মাঝি, নারায়ন ঘোষ মিতার আলোর মিছিল, কৌশিক গাঙ্গুলির শব্দ, তৌকির আহমেদের হালদা।
শনিবার বিকালে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ভাষার মাসের চলচ্চিত্র উৎসবের পরিসমাপ্তি ঘটবে।