জুয়েইরিযাহ মউ। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রযোজনায় নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্রাফিতি’। ইতোমধ্যে দেশে ও দেশের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয় চলচ্চিত্রটি। এবার ইতালির সান মাউরো ফিল্ম ফেসটিভ্যালে সেমি ফাইনাল রাউন্ডে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।
একটা কিশোর ছেলের এলোমেলো দেয়ালচিত্রে নিজের জীবনের গল্প বলা ও এর শিল্পরুপ এ চলচ্চিত্রে বিধৃত হয়েছে। আর এর নামই নির্মাতা দিয়েছেন ‘গ্রাফিতি’।
নির্মাতা মউ তাঁর গ্রাফিতি গল্প সম্পর্কে বলেন, ‘গ্রাফিতি’ মূলত দেয়ালে ভেসে থাকা গল্পদের গল্প। এই গল্পটা এই শহরের। যেকোন শিশু কিংবা মানুষ শিল্পের মধ্য দিয়ে একটা যাত্রা তৈরি করে, চেতনে-অবচেতনে। কখনো এই যাত্রাপথ সুদীর্ঘ হয় কখনো দু-চার দিনের। তবু কোনকিছুকেই এড়িয়ে যাওয়া চলে না। শিল্পে অবগাহন ছাপ ফেলবেই – এটুকু দুর্দান্ত সত্য। একটা ছেলে, কিশোর বয়সের, দেয়াল এবং চিত্রের মধ্যে যে গল্প লিখে রাখে তা সাহিত্য কিংবা শিল্প কেন হবে না আর কেনই বা হবে সেই দ্বন্দ্বের নাম ‘গ্রাফিতি’ কিংবা সিনেমা।
তিনি বলেন, সিনেমার থিম কালার তাই ধূসর। সিনেমাতে সঙ্গীত নেই, কিন্তু আছে শব্দ যা চারপাশের জীবন থেকে টুকে টুকে নিয়ে আসা হয়েছিল। আর গল্পটা কোথাও শেষ হয় না, কিংবা গল্প শেষের তাগিদ জমাই ছিল না দৃশ্যের পরতে পরতে। একটা জার্নির মধ্য দিয়ে যেটুকু ঘুরে আসা যায় সেটুকুই প্রাপ্তি কিংবা অপ্রাপ্তির আস্বাদ হয়ে থাকবে বলেই মনে হয় বটে।